চট্টগ্রামে দুইজনকে পিটিয়ে হ`ত্যা করা হলো। তারা কোন দলের কর্মী কিংবা সমর্থক এই পরিচয়ের চেয়েও তারা যে মানুষ এটা কি বড় বিষয় নয়?
তারা যদি কোনো অপরাধে সম্পৃক্তও থাকে তবুও কি স`ন্ত্রা`সী কায়দায় তাদের হ`ত্যা করা জায়েজ? রাষ্ট্রের আইন-প্রশাসন কী করে? তাদের একজন জুলাই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিল। প্রাপ্ত তথ্য অনুযায়ী এটি একটি পরিকল্পিত ঘটনা।
এই হ`ত্যা`কাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করছি। যারা আগামী দিনে ক্ষমতায় যাবেন সেই মূল রাজনৈতিক দলসমূহের পক্ষ থেকে বিচারবহির্ভূত হত্যা নিয়ে কোনো কথা নেই।
কতটা দলকানা গোষ্ঠী এ দেশ পরিচালনা করেছে ও ভবিষ্যতে করবে তা সহজে অনুমেয়। কথিত সুশীলরাও নিরব কারণ যারা মারা গিয়েছে তারা হয়তো শা`হ`বা`গি নয়। এভাবেই চলছে দেশ।
আমাদের সমাজে মানুষের চেয়েও রাজনীতিবিদের সংখ্যাই বেশি। আমাদের মানুষ হয়ে ওঠা বড্ড প্রয়োজন, বড্ড প্রয়োজন।