জীবনে একবার হলেও আল-আকসায় নামাজ পড়তে চান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম। আজ বৃহস্পতিবার নিজের ভ্যারিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এ ইচ্ছার কথা জানান তিনি।
আল-আকসা মসজিদে নামাজ আদায় করার একটি ছবি পোস্ট করে সারজিস আলম লেখেন, ‘জীবনে একবারের জন্য হলেও পবিত্র আল-আকসাতে যেতে চাই। আমার যোদ্ধা ভাইদের সাথে এক ওয়াক্ত হলেও নামাজ পড়তে চাই।’
তার এ পোস্টে অনেকেই প্রশংসামূলক মন্তব্য করেছেন। এনামুল এনাম নামের একজন লিখেছেন, ‘দোয়া করি ভাই আল্লাহ আপনাদের মনের নেক আশাগুলো পূরণ করুন।’ রুমানা রুমু নামের একজন লিখেছেন, ‘ইনশাল্লাহ ❤। আল্লাহ নেক আশা পূরণ করুক, আমিন।’
সাদিত নামের একজন লিখেছেন, ‘খুবই ভালো। কিন্তু নিজ দেশে যে আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটুক্তি করা হয় তখন সেটা নিয়ে আপনার কোনো স্ট্যাটাস দেখি না কেন ভাই? আল আকসায় নামাজ পড়ার চেয়ে আল্লাহ এবং রাসূলকে অবমাননাকারীর শাস্তি কামনা করা বেশি গুরুত্বপূর্ণ।’
উল্লেখ্য, আল আকসা মসজিদ মুসলমানদের প্রথম কিবলা। মক্কা, মদিনার পরে মুসলিমদের কাছে তৃতীয় গুরুত্বপূর্ণ স্থান এ মসজিদ। মেরাজের রাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) মক্কা থেকে প্রথমে মসজিদে আকসায় আগমন করেন।
ফিলিস্তিনে অবস্থিত এ মসজিদটি বর্তমানে দখল করেছে ইসরায়েল। এখানে নামাজ পড়ায় বিভিন্ন বিধি-নিষেধ আরোপ করেছে দেশটি।
আপনার মতামত লিখুন :