ধর্ষণের মতো অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড দেয়ার দাবি জানিয়েছেন শায়খ আহমাদুল্লাহ।
রোববার (৯ মার্চ) নিজের ভেরিফাইড ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এ দাবি জানান তিনি।
স্ট্যাটাসে শায়খ আহমাদুল্লাহ লিখেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড দেয়ার দাবি জানাচ্ছি। এক্ষেত্রে বিন্দুমাত্র ছাড় দেয়ার সুযোগ নেই। সুষ্ঠু তদন্তপূর্বক দ্রুততম সময়ে বিশেষ ট্রাইবুনালে বিচারকার্য সম্পন্ন করে অপরাধীকে দৃষ্টান্তুমূলক শাস্তির আওতায় আনতে হবে।
তিনি আরও লিখেন, বিচারের দীর্ঘসূত্রতা এবং অপরাধীর পার পেয়ে যাওয়ার ফাঁক-ফোকর বন্ধ করা জরুরি।
আপনার মতামত লিখুন :