তিন বন্ধু মিলে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস ঘুরতে এসেছিলেন। কিন্তু বহিরাগত বলে দেয়া হয়নি তাদের ঢুকতে। এ নিয়ে আক্ষেপ করে ভিডিও করে রেখেছিলেন তারা। অবশেষে সেই তিন বন্ধুই বিশ্ববিদ্যালয়টিতে ভর্তির চান্স পেয়েছে। ভর্তির সুযোগ হওয়ার পরপর এবার আরেকটি ভিডিওতে আক্ষেপ মিটানোর কথা জানালেন তারা।
গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের (কলা, আইন ও সামাজিকবিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। ওই ফলে মেধা তালিকায় চান্স পাওয়ার কথা জানালেন মু. আশিকুর রহমান আফ্ফান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার আইডি থেকে একটি ভিডিও পোস্ট করে ওই কথা জানান।
আশিকুরের মেধা তালিকায় অবস্থান ১৪৬৩তম। তার বাড়ি পটুয়াখালীর বাউফল পৌরসভার মুসলিমপাড়ায়। তার পিতা সাংবাদিক এবিএম মিজানুর রহমান। আর আশিকুরের দুই বন্ধু শরীয়তপুরের মুঈন জিসান ও লক্ষ্মীপুরের জাবেদ আলী । তাদের মেধাক্রম যথাক্রমে ৩৭ ও ৩৯৯।
জানা গেছে, এই তিন বন্ধু গত ১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ঘুরতে আসেন। কিন্তু বহিরাগত বলে প্রবেশ করতে দেয়া হয়নি। পরে ওইদিনই এ ঘটনা জানিয়ে একটি ভিডিও করেন। ভিডিওতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার প্রত্যয়ও তুলে ধরেন।
পরে বিশ্ববিদ্যালয়ের ফল প্রকাশের পর আশিকুর তার ভিডিও পোস্টে লিখেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা তিনজনই এখন ঢাবিয়ান।’
‘একজন আবার ৩৭তম! এবার আমাদের ঢাবিতে না ঢুকতে দেওয়ার সাধ্য আছে কার? মহান রব ব্যতীত।’