আওয়ামী লীগ কর্মীদের তওবা পড়ে অন্য দলে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাত। তবে এর আগে নিজের মন-মগজকে ‘ফ্যাসিবাদমুক্ত’ করার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (১০ মার্চ) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ পরামর্শ দেন রাফে সালমান রিফাত।
তিনি দাবি করেন, শেখ হাসিনা ফ্যাসিবাদের মাধ্যমে মূলত তিনটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন: আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের আওয়ামী চেতনা, শেখ মুজিবুর রহমানের ইমেজ।
রাফে বলেন, ‘২৪ সালের অভ্যুত্থানের মধ্য দিয়ে এই তিনটি প্রতিষ্ঠান ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এটি আওয়ামী লীগের সমর্থকরাও স্বীকার করেন। শেখ হাসিনার কর্মকাণ্ডে তারা নিজেদের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে বলে মনে করেন।’
তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগের অনেক সমর্থক শেখ হাসিনাকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করছেন এবং বলছেন, ‘তিনি (শেখ হাসিনা) তাদের ধ্বংসস্তূপের মধ্যে ফেলে নিজে ভারতে পালিয়ে গেছেন এবং সেখান থেকে অন্তর্বর্তীকালীন সরকার উৎখাতের ষড়যন্ত্র করছেন।’
ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের সাবেক এই নেতা আরও অভিযোগ করেন, শেখ হাসিনা ভারত থেকে বিপুল পরিমাণ টাকা ব্যয় করে অন্তর্বর্তীকালীন সরকার উৎখাতের ষড়যন্ত্র করছেন।
তিনি বলেন, ‘সর্বশেষ ষড়যন্ত্রের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের টাকা দিয়ে ‘আগেই ভালো ছিলাম’ ক্যাম্পেইন চালানো হচ্ছে। এমনকি ২৫ মার্চ ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের সামনে মানববন্ধন করার পরিকল্পনা করা হয়েছে। এটি সম্পূর্ণ হাস্যকর।’
রাফে সালমান রিফাত আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আপনারা নোংরা এই মহিলার (শেখ হাসিনা) ষড়যন্ত্রে প্ররোচিত হবেন না। নতুন বাংলাদেশে মর্যাদার সঙ্গে বসবাস করতে চাইলে শেখ হাসিনার ফ্যাসিবাদী রাজনীতি পরিত্যাগ করুন।’
তিনি আরও বলেন, ‘যারা কোনো ফৌজদারি অপরাধে জড়িত নন, তারা বিএনপি, এনসিপি, জামায়াত, এবি পার্টি বা অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দিন। আওয়ামী লীগের ভোটাররা থাকবেন, তবে তারা যদি ফ্যাসিবাদমুক্ত না হন, তাহলে জনরোষের মুখে পড়বেন।’
তিনি আহ্বান জানান, ‘আপনারা তওবা পড়ে অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দিন এবং ঐক্যবদ্ধভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলুন।’
আপনার মতামত লিখুন :