মুয়াজ্জিন আব্দুল হাকিমের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১০, ২০২৫, ০৬:৫৭ পিএম

মুয়াজ্জিন আব্দুল হাকিমের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন

ছবি: সংগৃহীত

মাত্র সপ্তাহে ১৫০ টাকা বেতনে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন জামালপুর জেলার সদর উপজেলার রনরামপুর গ্রামের আব্দুল হাকিম। জীবিকা নির্বাহের জন্য ভ্যানে করে মাটির হাঁড়ি-পাতিল বিক্রি করতেন তিনি। কিন্তু একসময় ভ্যানটি নষ্ট হয়ে গেলে উপার্জনের পথও বন্ধ হয়ে যায়।

কঠিন পরিস্থিতিতে সাহায্যের জন্য তিনি আবেদন করেন আস-সুন্নাহ ফাউন্ডেশনে। বিষয়টি নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন শায়খ আহমাদুল্লাহ। সেখানে মুয়াজ্জিন আব্দুল হাকিমের একটি ছবিও শেয়ার করা হয়।

শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, ‘ছবির বৃদ্ধ মানুষটির দিকে হৃদয়ের চোখ দিয়ে তাকান। তার চেহারার মাঝে হয়তো আপনার বাবার ছবি খুঁজে পাবেন।’

আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জানান, মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিনের দুরবস্থা দেখে ফাউন্ডেশনের স্বাবলম্বীকরণ প্রকল্পে আবেদন করেন। যাচাই-বাছাই শেষে ফাউন্ডেশন তাকে একটি নতুন ভ্যান ও মাটির হাঁড়ি-পাতিল কিনে দেয়।

ফলে তিনি আবার ব্যবসা শুরু করতে সক্ষম হন। এখন তিনি দৈনিক ৪০০-৫০০ টাকা আয় করছেন এবং সপরিবারে স্বচ্ছল জীবনযাপন করছেন।

পোস্টে শায়খ আহমাদুল্লাহ আরও উল্লেখ করেন, ‌‘আস-সুন্নাহ ফাউন্ডেশন এভাবেই দেশব্যাপী অসহায় মানুষদের স্বাবলম্বী করতে কাজ করে যাচ্ছে।’

আরবি/একে

Link copied!