অন্তর্বর্তী সরকারে আরও ৮ জন উপদেষ্টা যুক্ত করা হয়েছে, এমন গুজব ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
একটি ভুয়া প্রজ্ঞাপন দিয়ে উপদেষ্টা নিয়োগের বিষয়টি বিভিন্ন জন ফেসবুকে পোস্ট দিচ্ছেন।
তবে ওই প্রজ্ঞাপনটি ভুয়া তা নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রজ্ঞাপনটি ভাইরাল হলে এটি দিয়ে বুধবার (১২ মার্চ) বিকেল ৪টা ৪৬ মিনিটে একটি পোস্ট করেন।
তিনি লিখেন, ‘জাল এবং বানানো।’

এদিকে সামাজিক যোগযোগ মাধ্যমে বিভিন্ন জন ওই প্রজ্ঞাপণটি দিয়ে পোস্ট করা হচ্ছে।
ছড়িয়ে পড়া ওই প্রজ্ঞাপণে দেখা যায়, এটি জারির তারিখ উল্লেখ করা হয়েছে গত শনিবার (৮ মার্চ)।
আর উপদেষ্টাদের শপথের কথা বলা হচ্ছে আগামী ২১ মার্চ (শুক্রবার)।
তবে প্রজ্ঞাপণে প্রধান উপদেষ্টার আদেশক্রমে মন্ত্রীপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ লিখা থাকলেও তাতে কোন স্বাক্ষর নেই।
এতে যাদের উপদেষ্টা হওয়ার কথা বলা হচ্ছে তারা হলেন- মো. ইমরান আলী, ইকবাল করিম ভূঁইয়া, মো. সেলিম হায়দার, মো. জসীম উদ্দিন ভূঁইয়া, মোসাম্মৎ শামসুন নাহার, মোহাম্মদ আব্দুর রব, ড. মো. তৌহিদুল হাসান ও মো. জুলফিকার আজিজ।