লক্ষ্মীপুরে দিনের বেলায় হোটেলে খাবার খাওয়ায় কয়েকজনকে কান ধরে ওঠবস করিয়েছেন ব্যবসায়ীদের সংগঠন ‘বণিক সমিতি’র নেতারা। একইসঙ্গে দিনের বেলায় হোটেলে খাবার খাওয়ালে ওই হোটেল বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
বুধবার (১২ মার্চ) দুপুরে পৌর শহরের চকবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এরপর ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, এতে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
ভিডিওতে দেখা যায়, বেত হাতে বণিক সমিতি’র ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আজিজের নেতৃত্বে বেশ কয়েকজন বাজারে বিভিন্ন দোকানে ঢুকে অভিযান চালাচ্ছেন। এসময় বেশ কয়েকজন বয়স্ক-যুবকদের ধরে জনসম্মুখে কান ধরে ওঠবস করাচ্ছেন।
ওই ভিডিওতে এক বৃদ্ধকে উদ্দেশ্য করে আজিজকে বলতে শোনা যায়, বেয়াদব, মুখের মধ্যে দাঁড়ি। মৃত্যুর ভয় নাই, চুল পেঁকে গেছে। রোজা কেন রাখেন না, আপনি মুসলমান না। আপনার ছেলে সন্তান আছে না। কেন রোজা রাখতেছেন না। বৃদ্ধ বমির কথা বলতেই তিনি বলেন, কি বমি হয়েছে। বমি হলে রোজা ভাঙে না। আর কখনো রোজা ভাঙবেন? বৃদ্ধ না বললেও তিনি তাকে জোর গলায় বলেন, কানে ধরেন, বসেন। আর কখনো রোজা ভাঙবেন না। কাল থেকে রোজা রাখবেন।
কান ধরানোর ব্যাপারে বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ জানান, মুসলমানদের জন্য রোজা রাখা ফরজ। কিন্তু কিছু লোক রোজা না রেখে সামিয়ানা লাগানো দোকানে ঢুকে আহার করছে।
জানা গেছে, ‘বণিক সমিতি’র ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আজিজের নেতৃত্বে লক্ষ্মীপুর শহরের হোটেলগুলোতে অভিযান চালানো হয়। এ সময় কয়েকটি হোটেলে কয়েকজন খাবার খেতে দেখা যায়। এতে শাস্তি হিসেবে তাদের কান ধরে ওঠবস করানো হয়। এ ছাড়া দিনের বেলায় মুসলিম কেউ দোকান কিংবা খাবার হোটেলে গিয়ে খাবার খেলে সেই দোকান বন্ধ করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা বলেন, এ বিষয়ে মাসিক আইনশৃঙ্খলা সভা কিংবা প্রশাসন থেকে বণিক সমিতির নেতাদের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তারা এভাবে ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালাতে পারে না। কোনো ব্যবসায়ী অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।