ঢাকা বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

‘নির্বাচনে আ.লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে’

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ০৮:৪৬ পিএম
হাসনাত আব্দুল্লাহ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে পুর্নবাসিত করার পরিকল্পনা চলছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

বুধবার (১২ মার্চ) রাত ৮ টায় নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে এই দাবি করেন তিনি।

ওই পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, এই নির্বাচনেই আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে। ‘রিফাইন্ড’ আওয়ামী লীগ নামে নতুন একটি ‘টেবলেট’ নিয়ে শীঘ্রই হাজির হবে।

তিনি সর্তক করে দিয়ে বলেন, যারা এই পরিকল্পনা করছেন, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, এখানে কোনো ‘ইফস’ এবং ‘বাটস’ নেই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বলেন, বিচারের পূর্বে আওয়ামী লীগের যেকোনো ধরনের পুনর্বাসনের চেষ্টার আলাপ দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে। সুতরাং ‘রিফাইন্ড’ আওয়ামী লীগের টেবলেট নিয়ে হাজির হবেন না। আওয়ামী লীগের বিচার নিশ্চিত হওয়ার পূর্বে আর কোনো আলাপ নয়। ফুলস্টপ।