‘গালি’র স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৫, ১২:৩৫ পিএম

‘গালি’র স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম’

ছবি: সংগৃহীত

বেসরকারি টেলিভিশন চ্যানেল এখন টিভির লাইভ অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে গালি দেওয়ার ঘটনায় সম্প্রতি সংবাদ উপস্থাপিকাসহ তিনজন সাংবাদিককে চাকরি থেকে বরখাস্ত করা হয় বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে। তবে এবার সেই সাংবাদিকদের চাকরি ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ নিজেই।

গতকাল বৃহস্পতিবার রাত ২টা ২০ মিনিটে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “এখন টিভির সাংবাদিকদের চাকরি ফিরিয়ে দিতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা এই দ্বিমত প্রকাশের স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম। আপনার এই গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম। শুধু মত প্রকাশ নয়, দ্বিমত প্রকাশও অব্যাহত থাকুক।”

ফেসবুক পোস্টে তিনি একটি কমেন্টও যোগ করেন, যেখানে তিনি লেখেন, “গালি দেওয়ার পরিপ্রেক্ষিতে এখন টিভির তিনজন সাংবাদিককে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনায় আমি বিব্রত।”

তিনি আরও বলেন, “রাজনীতিবিদদের যাতে স্বাধীনভাবে সমালোচনা করা যায়, সেই অধিকারের জন্যই আমরা আন্দোলন করেছি। এখনও করছি। আমাদের এই লড়াই একটা স্বাধীন বাংলাদেশ গড়ার লড়াই, যেখানে যে কোনো মানুষ রাজনীতিবিদদের উচিত বা অনুচিত সমালোচনা করতে পারবে। তবে প্রত্যাশা থাকবে সেটি হবে গঠনমূলক উপায়ে। মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় আমরা বদ্ধপরিকর, সেই মত আমার বিরুদ্ধে হলেও।”

আরবি/এফআই

Link copied!