ঢাকা রবিবার, ১৬ মার্চ, ২০২৫

পলাতক রাষ্ট্রদূতকে নিয়ে পিনাকী’র স্ট্যাটাস

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ০৯:৩৬ এএম
ছবি: পিনাকী ভট্টাচার্য

আড়াই মাস ধরে একজন রাষ্ট্রদূত পলাতক। মরক্কোতে নিযুক্ত ছিলেন রাষ্ট্রদূত হারুন অর রশিদ। হাসিনার অনেক পুরানো ল্যাসপেন্সার। এখন পাসপোর্ট বাতিলের মতো লোক দেখানো বিজ্ঞপ্তি দিয়ে রাষ্ট্রের সাথে প্রতারণার আরেক দৃষ্টান্ত দেখালেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন বলে মন্তব্য করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য।

শনিবার (১৫ মার্চ) নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।

স্ট্যাটাসে পিনাকী ভট্টাচার্য লিখেন, আড়াই মাস ধরে একজন রাষ্ট্রদূত পলাতক। মরক্কোতে নিযুক্ত ছিলেন রাষ্ট্রদূত হারুন অর রশিদ। হাসিনার অনেক পুরানো ল্যাসপেন্সার। এখন পাসপোর্ট বাতিলের মতো লোক দেখানো বিজ্ঞপ্তি দিয়ে রাষ্ট্রের সাথে প্রতারণার আরেক দৃষ্টান্ত দেখালেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন।  এই প্রজ্ঞাপন জারির মাধ্যমে আদতে হাসিনার ওই দালালের পলিটিক্যাল রিফিউজির আবেদন সফল হবে। পাসপোর্ট বাতিল, তাই দেশে আসা সম্ভব না।

তিনি লিখেন, পাসপোর্ট বাতিল, তাই একজন রাষ্ট্রদূতের যাওয়ার কোনো জায়গা নাই। তাই তাঁকে রিফিউজি হিসাবে সহজেই গ্রহণ করবে কানাডা। হারুন থাকবে বেগমপাড়ায় আর পররাষ্ট্র সচিব সরকারকে এভাবে ধোঁকা দিয়ে হাসিনার ল্যাসপেন্সারদের রক্ষা করে যাবে।

তিনি আরও লিখেন, ‘জসীম উদ্দিনের এই কাজের সময় মহাপরিচালক প্রশাসন ছিল নাজমুল হক। এই দুইজনের আওয়ামী দালালির কথা আমি যেমন বারবার বলেছি, তেমনি বলেছে বিপ্লবের স্বপক্ষে থাকা আরও অনেক সহযোদ্ধা। ইউনুস স্যার, কিভাবে জসীম উদ্দিন এখনও পররাষ্ট্র সচিব? কীভাবে নাজমুল এখনও চাকুরিতে? এমন দালালকে বহাল রেখে আর যাই হোক ছাত্র-জনতার নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে না। জসীম মাস্ট গো।’