ঢাকা সোমবার, ১৭ মার্চ, ২০২৫

নতুন দল গঠনকারীদের নিয়ে এনসিপি নেতার ফেসবুক স্ট্যাটাস

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৭, ২০২৫, ০১:৪৬ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির  থেকে বের হয়ে  নতুন দল যারা করবেন তাদের প্রতি আমাদের শুভকামনা থাকবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব আকরাম হুসাইন সিএফ।

সোমবার (১৭ মার্চ) নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।

স্ট্যাটাসে আকরাম হুসাইন সিএফ লেখেন, জুলাই একটা বড় ইভেন্ট।  প্রতিটা বড় ইভেন্ট থেকে অনেককিছু হয়। জুলাই থেকে অনেককিছু হবে। ভালো-খারাপ সবই হবে। ভালোর সংখ্যা বেশি হলে জুলাই লাস্টিং করবে।আগামীতে বাংলাদেশে নতুন রাজনৈতিক স্ট্রাকচার দাড়াবে। দ্রুত পরিবর্তন গঠবে দলগুলোর কাঠামোতে। এই পরিবর্তন যারা দ্রুত আনতে পারবে তারা সবচেয়ে ভালো করবে।

তিনি লেখেন, শিবির থেকে বের হয়ে  নতুন দল যারা করবেন তাদের প্রতি আমাদের শুভকামনা থাকবে। নতুন দলটা শক্তিশালীভাবে দাড়াক সেটা আমি চাই। আমাদের থেকে সবসময় সহযোগীতা পাবে ইনশাআল্লাহ।  আমাদের নেতাকর্মীদের নতুন দলের নেতাকর্মীদের শুভকামনা জানানো উচিত।