হামজাকে ভালোবেসে মুসলিম হলেন অলিভিয়া

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৫, ০৫:২৬ পিএম

হামজাকে ভালোবেসে মুসলিম হলেন অলিভিয়া

২০১৬ সাল থেকেই হামজা চৌধুরীর সঙ্গে প্রণয়ে জড়িয়েছেন অলিভিয়া। সে সময় ফুটবলাঙ্গনে খুব বেশি পরিচিত মুখ ছিলেন না হামজা চৌধুরী। দুজনের প্রণয়ের ব্যাপারে জানতেই হামজার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরী।

বাংলাদেশের ফুটবলাঙ্গনে হঠাৎ আলোর ঝলকানি। নানা ধাপ পেরিয়ে লাল-সবুজের জার্সিতে খেলতে অবশেষে দেশে ফিরেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী। সব ঠিক থাকলে চলতি মাসে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হতে যাচ্ছে তারকা এই ফুটবলারের।

আজ (সোমবার) দুপুর পৌনে ১২টায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন হামজা। তাকে বরণ করে নিতে সকাল থেকেই বিমানবন্দর এলাকায় উপচেপড়া ভিড় দেখা গেছে। স্মরণীয় এ সফরে তার সঙ্গী মা, স্ত্রী ও সন্তানরা।

হামজা চৌধুরী বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। তার পরিবার বাংলাদেশি। বেড়ে উঠা ইংল্যান্ডে। ইংল্যান্ড যুব দলের হয়ে খেলেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটিতেও খেলেছেন এই মিডফিল্ডার। ভালোবেসে ব্রিটিশ নাগরিক অলিভিয়াকে বিয়ে করেন হামজা চৌধুরী।

ইংল্যান্ডে জন্ম নেওয়া অলিভিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কিছু জানা যায়নি। তবে ব্রিটেনের গণমাধ্যমের তথ্য বলছে, হামজাপত্নীর পূর্বনাম ছিল অলিভিয়া ফাউন্টেইন। হামজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে নিজেকে অলিভিয়া চৌধুরী হিসেবেই পরিচয় দেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও এই নামেই পরিচিত। শোনা যায়, ধর্মত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি।

অলিভিয়া পেশায় একজন ইন্টেরিয়র ডিজাইনার। লেস্টার শহরেই নিজের পেশাগত কাজে ব্যস্ত থাকেন বেশিরভাগ সময়। কিশোর বয়সেই ছবি আঁকার প্রতি ভালোবাসার সৃষ্টি। সেখান থেকেই পেশাগত জীবনে পথচলা। পেশায় ডিজাইনার অলিভিয়া শখের বশে কুকুরও পোষেন। ব্রিটিশ গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২০ সালে প্রায় ৫০ হাজার পাউন্ড খরচ করেছিলেন কুকুরের পেছনে।

হামজা-অলিভিয়া দম্পতির তিন সন্তান রয়েছে। এক কন্যা দুই পুত্র। কন্যা দেওয়ান এনায়া হুসাইন চৌধুরী, দেওয়ান ঈসা হুসাইন চৌধুরী এবং দেওয়ান ইউনুস হুসাইন চৌধুরী। জানা গেছে, নবিদের নামে সন্তানদের নাম রেখেছেন হামজা নিজেই। 

আরবি/আবু

Link copied!