ঢাকা মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

‘খেলা শুরু করছো তোমরা, শেষ করব আমরা’

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৮, ২০২৫, ১২:২১ পিএম
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ওরফে বুড়ির নাতি সাজ্জাদকে গত শনিবার রাতে গ্রেপ্তারের পর তার স্ত্রী তামান্নার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে।

সেই ভিডিওতে তামান্না বলেন, সাজ্জাদের গ্রেপ্তারের পর এত হইচই করার কিছু নেই। তিনি আরও বলেন, তার স্বামী আইনি প্রক্রিয়া শেষ করে ফিরে আসবেন এবং তাদের বিরুদ্ধে যারা এই কাজ করেছে, তাদের প্রতি প্রতিশোধ নেওয়া হবে।

তামান্না আরও বলেন, ‘আমরা কাঁড়ি কাঁড়ি, বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। যারা গ্রেপ্তার করেছে, তাদের ছাড় দেওয়া হবে না। আমরা এখন পলাতক ছিলাম, এখন তোমরা পলাতক থাকবে। আমার জামাই আইনি প্রক্রিয়া শেষ করে চলে আসবে। তারপর খেলা শুরু হবে। খেলা তো শুরু করেছ তোমরা, শেষ করব আমরা।’

এ ছাড়াও তিনি বলেন, ‘আমার জামাই সাজ্জাদের যারা সাপোর্টার আছেন, তাদের দোয়া চাই, যেন খুব তাড়াতাড়ি জামিন পেতে পারি।’