বহিষ্কৃত ১২৮ শিক্ষার্থী নিয়ে রিফাত রশীদের বিস্ফোরক মন্তব্য

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৫, ০৪:০২ পিএম

বহিষ্কৃত ১২৮ শিক্ষার্থী নিয়ে রিফাত রশীদের বিস্ফোরক মন্তব্য

রিফাত রশীদ

জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে ১২৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। সোমবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. তাজমেরী এস ইসলামের নেতৃত্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে জড়িতদের বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

তবে এই তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশীদ। তদন্ত কমিটি চিহ্নিত ছাত্রলীগ নেতাকর্মীদের বাদ দিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বেইমানী করেছে বলেও অভিযোগ তার।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ছাত্রলীগের চিহ্নিত মাথাগুলোকে বাদ দিয়ে ২০১৯-২০, ২০২০-২১ ও ২০২১-২২ সেশনের পোলাপাইনদের দিয়ে লিস্ট বড় করে ১২৮ জন খুব কষ্ট করে বানাইছে এই তদন্ত কমিটি।’

রিফাত রশীদ প্রশ্ন তোলেন, ‘সৈকত, আবু ইউনুস, আকিব ফুয়াদ,কামাল উদ্দিন রানাসহ ছাত্রলীগের বড় বড় সন্ত্রাসীদের নাম মিসিং। একটা সিঙ্গেল নারী ছাত্রলীগারের নামও আসে নাই! সায়েন্সের তিন হল থেকে মাত্র একজন হামলাকারীর নাম আসছে! অথচ শহীদুল্লাহ্ হল রণক্ষেত্র বানাইলো কারা?’

তদন্ত কমিটির সদস্যের পরিচয় জানতে চেয়ে তিনি লেখেন, ‘তদন্ত কমিটিতে কারা কারা ছিলো? ওই মানুষরুপী কালপ্রিটগুলো কারা? কোন লোভে তারা শিক্ষার্থীদের সাথে এই বেঈমানী করার সাহস পাইলো?’

আরবি/এসএমএ

Link copied!