ঢাকা বুধবার, ১৯ মার্চ, ২০২৫

আসিফ মাহমুদের শতকোটি টাকা মারার প্রজেক্ট, ইলিয়াসের স্ট্যাটাস

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৯, ২০২৫, ০৮:১১ এএম
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের শতকোটি টাকা মারার প্রজেক্ট নীরবে চলছে বলে জানিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন।

বুধবার (১৯ মার্চ) রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি।

স্ট্যাটাসে সাংবাদিক ইলিয়াস হোসেন লিখেন, আসিফ নজরুলের চালা আসিফ মাহমুদের শতকোটি টাকা মারার প্রজেক্ট নীরবে চলছে! একটি বাসায় বসে ঢাকা উত্তরের ১২৯টি ওয়ার্ড  স্থানীয় প্রশাসকের ইন্টারভিউ নিচ্ছেন নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব  আলাউদ্দিন মোহাম্মদ। মহাখালী ডিওএইচ এস এর ৩১নং রোডের ৪৬৯নং বাসার ৩য় তলায় চলছে রমরমা এই বাণিজ্য ।

তিনি লিখেন, সর্বশেষ ইন্টারভিউসহ লেনদেন গুলো বৈষম্যবিরোধীর আবু সাঈদ লিওন যে আসিফ মাহমুদের কাশিয়ার। নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব  ঢাবি শিক্ষার্থী লুতফর যে কিনা ছাত্র অধিকার পরিষদের একজন নারী নেত্রীকে ধ’র্ষণের অভিযোগে গ্রে’প্তার হয়েছিল। ধ’র্ষণের অভিযোগে অভিযুক্ত  লুৎফর  এই ভাইবা নেওয়ার সময় নাগরিক কমিটির প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিল।

সাংবাদিক ইলিয়াস লিখেন, ১৫ মার্চ দুপুর ১১টার পর থেকে ইন্টারভিউ শুরু হয়, নির্ভরযোগ্য একজন প্রত্যক্ষদর্শী জানান, দুপুর ২টার সময় ইন্টারভিউ বোর্ডের পাশের বড় চেয়ারে আলাউদ্দিন মাঝখানে লুতফর ও পাশে আর দরজার শুরুতে বসা ছিলেন লিওন। এভাবেই চলছে সংস্কার। ওয়ার্ড কাউন্সিলর প্রতি ৫০ লাখ।