মাগুরার সেই আছিয়ার বোনের আত্মহত্যা, যা জানা গেল

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৫, ০৯:৪৬ এএম

মাগুরার সেই আছিয়ার বোনের আত্মহত্যা, যা জানা গেল

ছবি: সংগৃহীত

সম্প্রতি মাগুরার ধর্ষণের শিকার শিশু আছিয়ার বোন আত্মহত্যা দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে সেই তথ্যটি  ভুয়া বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি মাগুরায় ধর্ষণের শিকার শিশুর বোন আত্মহত্যা করেননি বরং কোনো তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকের উক্ত দাবির কতিপয় পোস্টে একটি ব্লগপোস্টের লিংক সূত্র হিসেবে দেওয়া হয়েছে। রিউমর স্ক্যানারের বিশ্লেষণে sadhinnews247 নামের ব্লগস্পটের বিনা মূল্যের ডোমেইনের এই সাইটটি একটি ভূঁইফোড় সাইট বলে প্রতীয়মান হয়। সাইটে ‘মাগুরার শিশু আছিয়ার বোনের আত্মহত্যা’ শীর্ষক কথিত দাবির বিষয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে তবে কোনো প্রকাশকাল উল্লেখ নেই ।

কথিত এই সংবাদে দাবি করা হয়, মাগুরায় ধর্ষিত শিশু আছিয়া আজ দুপুর ১টায় ঢাকার সামরিক সম্মিলিত হাসপাতালে ইন্তেকাল করেছে। ডাক্তারদের ভাষ্যমতে অনেক চেষ্টার পরও আসিয়াকে বাঁচানো সম্ভব হয়নি। অভিযুক্ত আসামির চারজন সবাইকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিচার কার্যক্রম চালু রয়েছে। আশা করি, অতি শীঘ্রই তাদের ফাঁসি কার্যকর হবে। এদিকে, আছিয়ার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে তার বোন এই লজ্জা, ঘৃণা এবং শোক সহ্য করতে না পেরে নিজের বাবার বাড়িতে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

উক্ত সংবাদটি পর্যালোচনা করে এতে আত্মহত্যার দাবির বিষয়ে কোনো তথ্যসূত্রের উল্লেখ পাওয়া যায়নি।

এ ছাড়া, মাগুরার ধর্ষণের শিকার শিশুর বোনের আত্মহত্যার ঘটনা ঘটলে উক্ত বিষয়ে দেশের গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হওয়ার কথা। তবে, দেশের কোনো গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রচার হতে দেখা যায়নি।

উল্লেখ্য, ধর্ষণের শিকার মাগুরার এক শিশুকে গত ৬ মার্চ মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ মার্চ দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচে শিশুটি মৃত্যুবরণ করে।

সুতরাং, মাগুরার ধর্ষণের শিকার শিশুর বোনের আত্মহত্যার দাবিটি মিথ্যা।

আরবি/এসবি

Link copied!