চাঁদাবাজি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সমালোচনার ঝড়। এরই মধ্যে বেশ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে মিলেছে চাঁদাবাজির প্রমাণ। তবে এবার প্রকাশ্যে নিরাপদ চাঁদবাজি চাওয়ার বক্তব্য দিয়ে সমালোচনা মুকে পড়েছেন বগুড়ার এক শ্রমিক নেতা।
এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমরা নিরাপদ সড়ক চাই, নিরাপদ চাঁদাবাজি চাই। আমরা শান্তি চাই। সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমরা প্রশাসনকে সকল প্রকাশ সহযোগিতা করতে চাই।’
ওই শ্রমিক নেতার পেছনে ‘বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন’ লেখা সম্বলিত একটি ব্যানার দেখা যায়। বগুড়ায় একটি সমাবেশে দেওয়া বক্তব্যর একটি ক্লিপ। যা পরবর্তীতে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
প্রতিবছর ঈদকে কেন্দ্র সড়কে চাঁদাবাজি বাড়ে। এ নিয়ে প্রশাসন নিজেদের কঠোর অবস্থানের কথা বলে আসলেও রোধ করা সম্ভব হয়নি। অভিযোগ, রাজনৈতিক দলগুলোর ছত্রছায়ায় সড়ক, হাট-বাজার, বাসস্ট্যান্ড, টেম্পুস্ট্যান্ড ইত্যাদি জায়গায় চাঁদাবাজি হয়।
গত ৫ আগস্ট পরবর্তী চাঁদাবাজির অভিযোগে রাজনৈতিক দলগুলো তাদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের শাস্তি হিসেবে বহিষ্কার, সদস্যপদ স্থগিত করেছে। যা এখনো অব্যাহত রয়েছে।