ঢাকা শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

মাগুরার সেই শিশুর ধর্ষকের ফাঁসি! যা জানা গেল

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ২০, ২০২৫, ০৯:৪৭ এএম
ছবি: সংগৃহীত

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুর মৃত্যুর ঘটনায় সম্প্রতি দেশজুড়ে চলমান ক্ষোভের প্রেক্ষিতে ‘শিশু বাচ্চা আছিয়াকে ধর্ষণ করার কারণে ফাঁসি’ শীর্ষক ক্যাপশনে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও  প্রচার করা হয়েছে। তবে সেই তথ্যটি  ভুয়া বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির ধর্ষককে ফাঁসি দেওয়ার নয় বরং, সিনেমার শুটিংয়ের একটি ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে৷

এ বিষয়ে অনুসন্ধানে Story Toonz নামক ইউটিউব চ্যানেলে গত ২০ ফেব্রুয়ারি ‘ফেব্রুয়ারি ২০, ২০২৫’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া গেছে। তবে, ভিডিওতে প্রচারিত দৃশ্যের বিস্তারিত উল্লেখ করা হয়নি৷

পরবর্তীতে, Vadaima Film নামক ফেসবুক পেজে ২০২৪ সালের ২৫ নভেম্বর প্রকাশিত পোস্ট একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া গেছে।

ভিডিওটির ক্যাপশনে বলা হয়, একটি নতুন সিনেমা শুটিং চলছে, যা দেখতে ভিড় করেছে হাজারো উৎসুক জনতা। শুটিংয়ে প্রকাশ্যে হাজারো লোকের জনসমক্ষে একজন  লোককে ফাঁসিতে ঝোলানোর দৃশ্য ধারণ করা হয়েছে৷

অর্থাৎ, ভিডিওর ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয় এবং এটি বাস্তব ঘটনাও নয়, একটি শুটিংয়ের দৃশ্য।

সুতরাং, মাগুরার ধর্ষণের শিকার শিশুটির ধর্ষককে ফাঁসি দেওয়ার দৃশ্য দাবিতে একটি সিনেমার শুটিংয়ের ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।