বেশ কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টার নিয়ে ব্যাপক আলোচনা চলছে। পোস্টারটিতে দেখা যায়, পাশাপাশি দাঁড়িয়ে থাকা নায়ক ও নায়িকা—নায়কের ডান হাত ও নায়িকার বাঁ হাত নায়কের পকেটে। সিনেমাটির নাম ‘হোয়েন লাইফ গিভস ইউ মুনজেরিনস’ এবং এটি ৭ মার্চ নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে।
তবে পোস্টারের নায়ক-নায়িকার স্থানে বসানো হয়েছে জনপ্রিয় অনলাইন শিক্ষাপ্রতিষ্ঠান ‘টেন মিনিট স্কুল’-এর প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক এবং একই প্রতিষ্ঠানের জনপ্রিয় ইংরেজি শিক্ষক মুনজেরিন শহীদের ছবি।
এ নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন—তাঁরা আবার কবে সিনেমায় অভিনয় করলেন? কেউ কেউ মজা করে মন্তব্য করেছেন, তাঁরা গোপনে বিয়ে করেছেন এবং এবার সিনেমাও করেছেন! সজল নামের একজন লিখেছেন, ‘তারা তো বিয়ে করেছে অনেকটা গোপনে, এবার আবার সিনেমা করল নাকি?’
অন্যদিকে রিয়াদ নামের একজন মন্তব্য করেছেন, ‘পোস্টারটি ভালো হয়েছে, যদিও নায়ক-নায়িকার মুখ সম্পাদনা করে বসানো।’
পোস্টারটি সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশি ভক্তদের তৈরি করা কোরিয়ান নাটক ও সিনেমার বিভিন্ন গ্রুপে ভাইরাল হয়েছে। সেখানে জানা যায়, আয়মান সাদিক ও মুনজেরিনের ছবি বসানো হয়েছে আসল কোরিয়ান একটি সিরিজের পোস্টারে। প্রকৃতপক্ষে, সিনেমাটির আসল নাম ‘হোয়েন লাইফ গিভস ইউ টানজারিনস’, যা ৭ মার্চ নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে।

রোমান্টিক ঘরানার এই সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন কিম সিয়ন-হো ও হেয়ম হে-রান। কেউ কেউ মনে করছেন, নায়িকার সঙ্গে মুনজেরিনের চেহারার কিছুটা মিল রয়েছে বলেই হয়তো এমন পোস্টার তৈরি করা হয়েছে।
মুক্তির পর থেকেই ‘হোয়েন লাইফ গিভস ইউ টানজারিনস’ সিরিজটি রোমান্টিক গল্পের কারণে ব্যাপক প্রশংসা পাচ্ছে। ১৬ পর্বের এই সিরিজে দক্ষিণ কোরিয়ার পাহাড়ি গ্রামীণ জীবনের দুই তরুণ-তরুণীর প্রেমের গল্প তুলে ধরা হয়েছে। গল্পে দেখা যায়, শৈশব থেকে একসঙ্গে বেড়ে ওঠা দুজন প্রেমে পড়ে। পঞ্চাশের দশকের প্রেক্ষাপটে নায়িকার কবি হওয়ার স্বপ্ন ও প্রেমের টানাপোড়েনের গল্পটি দর্শকদের মুগ্ধ করেছে। আইএমডিবিতে সিরিজটির রেটিং ৯.১।
যারা কোরিয়ান গ্রামীণ সমাজের পঞ্চাশের দশকের চিত্র দেখতে চান, তাঁদের জন্য সিরিজটি হতে পারে দারুণ একটি অভিজ্ঞতা। এটি পরিচালনা করেছেন কিম উন-সিয়ক।
আপনার মতামত লিখুন :