বাংলাদেশ নিয়ে তুলসি গ্যাবার্ডের পোস্ট, যা জানা গেল

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২২, ২০২৫, ১১:৫৯ এএম

বাংলাদেশ নিয়ে তুলসি গ্যাবার্ডের পোস্ট, যা জানা গেল

ছবি: সংগৃহীত

সম্প্রতি ভারত সফরে গিয়ে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান তুলসি গ্যাবার্ড ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশে ‘সংখ্যালঘু নির্যাতন’ ও ‘ইসলামি খেলাফত’ প্রসঙ্গে মন্তব্য করেন। তার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একে ‘বিভ্রান্তিকর’ এবং ‘বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তির জন্য ক্ষতিকর’ উল্লেখ করে একটি বিবৃতি প্রকাশ করে। অন্তর্বর্তীকালীন সরকারের এই প্রতিবাদের জবাবে তুলসি গ্যাবার্ড পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন দাবিতে ‘Tulsi For President’ নামের নীল ব্যাজযুক্ত ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে করা একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা  ভুয়া বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনটেলিজেন্সের প্রধান তুলসি গ্যাবার্ড অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিবাদের পাল্টা জবাবে এক্স-এ কোনো পোস্ট করেননি। বরং, তার নাম ব্যবহার করে তৈরি একটি ফ্যান অ্যাকাউন্টের স্ক্রিনশট ব্যবহার করে এই দাবি সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে তুলসি গ্যাবার্ডের কথিত এক্স পোস্ট খুঁজে বের করে রিউমর স্ক্যানার টিম। গত ২০ মার্চ ওই অ্যাকাউন্ট থেকে পোস্টটি করা হয়। তবে অ্যাকাউন্টটি পর্যবেক্ষণে দেখা যায়, এটি তুলসি গ্যাবার্ডের আসল অ্যাকাউন্ট নয়। অ্যাকাউন্টটির পরিচিতি (About) বিভাগে লেখা রয়েছে: “Super fan of #Tulsi, Supporting Tulsi’s political campaign.” অর্থাৎ, এটি তুলসি গ্যাবার্ডের একজন ভক্তের পরিচালিত অ্যাকাউন্ট। ফলে অ্যাকাউন্টটি সরাসরি গ্যাবার্ডের নিয়ন্ত্রণাধীন নয় বলে প্রতীয়মান হয়।

এক্স-এর হেল্প সেন্টার থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এক্স-এ ব্যবহারকারীরা প্যারোডি, ধারাভাষ্য বা ফ্যান অ্যাকাউন্ট খুলতে পারেন, তবে এর জন্য নির্ধারিত কিছু নিয়ম মেনে চলতে হয় যাতে এসব অ্যাকাউন্ট বিভ্রান্তি সৃষ্টি না করে। এক্স-এর নিয়ম অনুযায়ী, এ ধরনের অ্যাকাউন্টের নাম ও বায়োতে “প্যারোডি,” “ফেক,” “ফ্যান” ইত্যাদি শব্দ অন্তর্ভুক্ত করতে হবে, যাতে বোঝা যায় যে এগুলো মূল ব্যক্তি বা ব্র্যান্ডের সঙ্গে সংশ্লিষ্ট নয়।

তুলসি গ্যাবার্ড ছাড়াও এক্স প্ল্যাটফর্মে বহু পরিচিত ব্যক্তিত্বের নামে ফ্যান বা প্যারোডি অ্যাকাউন্ট দেখা যায়। এর মধ্যে ইলন মাস্ক, ভ্লাদিমির পুতিনসহ বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির নামেও অ্যাকাউন্ট চালু রয়েছে, যেগুলো অনেক সময় নির্দিষ্ট ফি’র বিনিময়ে ভেরিফায়েড হতে দেখা যায়। উল্লেখ্য, ২০২১ সালে এক্স তাদের পেইড সাবস্ক্রিপশন মডেল চালু করে, যার মাধ্যমে ব্যবহারকারীরা মাসিক ফি প্রদান করে নীল ব্যাজযুক্ত ভেরিফিকেশন অর্জন করতে পারেন। অর্থাৎ, আলোচিত এক্স পোস্টটির সঙ্গে তুলসি গ্যাবার্ডের কোনো সরাসরি সম্পর্ক নেই। তার নাম ব্যবহার করে তৈরি একটি ফ্যান অ্যাকাউন্ট।

এ ছাড়া, তুলসি গ্যাবার্ডের মূল এক্স অ্যাকাউন্টে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিবাদ নিয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ বিষয়ে তিনি কোনো মন্তব্য বা পোস্ট করেননি।

তুলসি গ্যাবার্ড যুক্তরাষ্ট্র সরকারের একজন কর্মকর্তা। তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে নামের পাশে রয়েছে গ্রে ব্যাজ। এক্স-এর নিয়ম অনুযায়ী, এই ব্যাজ মূলত বিভিন্ন দেশের সরকার, সরকারি কর্মকর্তা বা আন্তর্জাতিক সংস্থা ও তাদের প্রতিনিধিদের অ্যাকাউন্টে প্রদর্শিত হয়। অন্যদিকে, সাধারণ ব্যবহারকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান মাসিক অর্থের বিনিময়ে সাবস্ক্রিপশন নিলে তাদের অ্যাকাউন্টে নীল ব্যাজ দেওয়া হয়। আর বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার অফিসিয়াল অ্যাকাউন্ট ‘Verified Organizations’-এর আওতায় যাচাই করা হলে তারা পায় সোনালি ব্যাজ।

অর্থাৎ, ‘Tulsi For President’ নামের এক্স অ্যাকাউন্টটি মাসিক অর্থের বিনিময়ে সাবস্ক্রিপশন নিয়ে ভেরিফায়েড হয়েছে।

উল্লেখ্য, বাইক আরোহীর হাতে সাদা পতাকায় কালেমা খচিত যে ভিডিওটি ‘Tulsi For President’ নামের এক্স অ্যাকাউন্টের পোস্টে যুক্ত করা হয়েছে, সেটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর সাম্প্রতিক সময়ে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্‌রীরের মিছিল বা শোডাউনের দৃশ্য দাবিতে সাম্প্রতিক এক্সে ভাইরাল হয়েছিল। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি সাম্প্রতিক নয়; বরং অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের আগে, গত ৬ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিযবুত তাহ্‌রীরের একটি মিছিলের দৃশ্য।

সুতরাং, বাংলাদেশে ‘সংখ্যালঘু নির্যাতন’ ও ‘ইসলামি খেলাফত’ প্রসঙ্গে মন্তব্যের পর অন্তর্বর্তীকালীন  সরকারের প্রতিবাদের জবাবে তুলসি গ্যাবার্ড এক্স পোস্ট করেছেন দাবিতে প্রচারিত বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।

আরবি/এসবি

Link copied!