কারণে-অকারণে, প্রয়োজনে-অপ্রয়োজনে, দরকারে বা অদরকারে মাকে লাগে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন ঢালিউড অভিনেত্রী পরীমণি।
শনিবার (২২ মার্চ) নিজের ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাসে এ কথা লিখেন তিনি।
ফেসবুক স্ট্যাটাসে ঢালিউড অভিনেত্রী পরীমণি লিখেন, আজ খুব করে টের পাই। জীবনে কিছু লাগুক আর না লাগুক, মা কে লাগে!
তিনি লিখেন, কারণে-অকারণে, প্রয়োজনে-অপ্রয়োজনে, দরকারে বা অদরকারে! মাকে লাগে। লাগেই ঠিক আমার বাচ্চাদের মতন।