সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে একটি ছড়া লিখেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
চার লাইনের ছড়াটি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ারও করেছেন।
শনিবার (২২ মার্চ) রাত ৮ টা ৩১ মিনিটে ছড়াটি পোস্ট করেন।
ছড়াটি হলো-
‘আপা ফিরবে,
ঘরে ফিরবে
কবে ফিরবে,
নাকি ফিরবে না।’
প্রেস সচিব শফিকুল আলমের পোস্টটি প্রথম ত্রিশ মিনিটে ১১ হাজারের বেশি রিয়েক্ট পড়েছে। শেয়ার হয়েছে প্রায় সাড়ে তিনশ’।
পোস্টে বিভিন্ন জন কমেন্টও করেছেন।
আরিফা সুলতানা নামের একজন লিখেন, ‘দারুণ’।
সালাহউদ্দিন আজম নামের একজন লিখেন, ‘ফিরবে না।’
শেখ হাসিনাকে ‘আপা আপা’ বলে তোষামোদী করতো অনেকে।
গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে গেলে তার একটি কল রেকর্ড ফাঁস হয়।
সেখানেও একজন নেতা ফোনআলাপে কথায় কথায় ওই ‘আপা আপা’ বলেই তোষামোদ করছিলেন।
ওই ফোনআলাপে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, ‘আমি খুব কাছাকাছিই আছি, যাতে আমি চট করে ঢুকে পড়তে পারি।’
ওই কল রেকর্ড ভাইরাল হলে শেখ হাসিনাকে অনেকে ‘আপা’ বলে টল করেন।
এমনকি ‘আপা চট করে ঢুকে পড়বেন’ বলেও অনেকে হাস্যরস করেন।
আপনার মতামত লিখুন :