শেখ পরিবার বাংলাদেশের জন্য অভিশাপ বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
রোববার (২৩ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন তিনি।
স্ট্যাটাসে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন লিখেন, বাংলাদেশে ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি তখনই প্রতিষ্ঠা পাবে যখন এটি অর্জনে সবচেয়ে বড় বাঁধা যারা বারবার গণতন্ত্র হত্যা করে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছে, সেই বাঁধাকে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে চিরতরে নির্মূল করা যাবে।
তিনি লিখেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না এবং অতীতে ‘বাকশাল’, আগে উন্নয়ন পরে গণতন্ত্র’ বা ‘স্বল্প গণতন্ত্র অধিক উন্নয়ন’ এই ধরনের তত্ত্ব প্রতিষ্ঠা করতে গিয়ে জনগণ দ্বারা বারবার প্রত্যাখ্যান হয়েছে। বাংলাদেশের জন্য অভিশাপ শেখ মুজিবের আওয়ামী লীগ এবং শেখ পরিবার।
তিনি আরও লিখেন, গণহত্যা করে রক্তে রঞ্জিত রাজপথ তার প্রমাণ বহন করছে। কিন্তু এই অভিশাপের বিরুদ্ধে আপামর জনগণ লড়াকু সৈনিক হয়ে দাঁড়িয়ে গিয়েছে। আমরা বা আমাদের পরবর্তী প্রজন্মকে আর কোনোদিন এই অভিশপ্ত শক্তির দাসে পরিণত হতে দেয়া হবে না ইনশাআল্লাহ।