হাসনাত আবদুল্লাহ গ্রেপ্তারের বিষয়টি ভুয়া

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫, ০১:২৫ পিএম

হাসনাত আবদুল্লাহ গ্রেপ্তারের বিষয়টি ভুয়া

ছবি: সংগৃহীত

ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা চলছে, এমন অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দিয়ে  টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এরই প্রেক্ষিতে হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনীর হাতে গত ২১ মার্চ গ্রেপ্তার হয়েছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।  তবে দাবিটি ভুয়া বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনীর হাতে গত ২১ মার্চ গ্রেপ্তার হয়েছেন শীর্ষক দাবিটি সঠিক নয় বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইন সাইট ব্যবহার করে প্রকাশিত ভুয়া সংবাদ সত্য দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকের ওই  দাবির কতিপয় পোস্টে একটি ব্লগপোস্টের লিংক সূত্র হিসেবে দেওয়া হয়েছে। রিউমর স্ক্যানারের বিশ্লেষণে amardeesh247 নামের ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইনের এই সাইটটি একটি ভুঁইফোঁড় সাইট বলে প্রতীয়মান হয়। সাইটে হাসনাতের গ্রেপ্তারের কথিত দাবির বিষয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে গত ২১ মার্চ। সাইটটিতে ব্যবহার হয়েছে জাতীয় দৈনিক আমার দেশ এর লোগো।

কথিত এই সংবাদে দাবি করা হয়, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই সেনাবাহিনীর বিশেষ অভিযানে গ্রেপ্তার হলেন হাসনাত আব্দুল্লাহ। জানা গেছে, আজ রাতে রাজধানীর একটি গোপন স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

কথিত এই সংবাদে সম্প্রতি সেনাপ্রধানসহ গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তাদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে তার ওপর নজরদারি বাড়ানো হয়। এরই পরিপ্রেক্ষিতে আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।  

হাসনাতের গ্রেপ্তারের দাবিটির বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে মূল ধারার গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রগুলোয়ও কোনো তথ্য পাওয়া যায়নি। স্বাভাবিকভাবে এমন কোনো ঘটনা ঘটে থাকলে তা মূলধারা গণমাধ্যমে প্রচার হওয়ার কথা।

তা ছাড়া, হাসনাতকে বর্তমানে নিয়মিত রাজনৈতিক কার্যক্রমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও সক্রিয় থাকতে দেখা যাচ্ছে।  

উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকেও হাসনাত গ্রেপ্তারের ভুয়া দাবি প্রচার হয়। সে সময় বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রকাশ করে রিউমর স্ক্যানার৷ এ ছাড়া, গত জানুয়ারিতেও একই দাবি প্রচার হয়েছিল।

সুতরাং, হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন শীর্ষক একটি দাবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

আরবি/এসবি

Link copied!