বুধবার, ২৬ মার্চ, ২০২৫

ঢাকাকে ‘গুজব শহর’ বানাল আ.লীগ-ভারত, পিনাকীর স্ট্যাটাস

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫, ১০:৫৩ এএম

ঢাকাকে ‘গুজব শহর’ বানাল আ.লীগ-ভারত, পিনাকীর স্ট্যাটাস

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ ও ভারত মিলে ঢাকা শহরকে গুজবের শহরে পরিণত করছে বলে জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য।

সোমবার (২৪ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন তিনি।

স্ট্যাটাসে পিনাকী ভট্টাচার্য লেখেন, ঢাকা শহরকে গুজবের শহরে পরিণত করছে আওয়ামী লীগ আর ইন্ডিয়া মিলে। এইটা চলবে প্রফেসর ইউনূসের চীন সফরের আগে পর্যন্ত। সব নাগরিককে উদ্বিগ্ন আর উত্তেজিত করে রাখবে, সুস্থির হতে দিবে না। এই মনস্তাত্ত্বিক চাপ পুরো জাতিকে একটা অস্বস্তিকর অবস্থায় ফেলে দিয়েছে। দেশে গেঞ্জাম বাঁধানোর যখন কিছু পাবে না, তখন তারা এইসব করে।

তিনি  লেখেন, দেশে খাদ্যপণ্যের দাম নাগালে? বিদ্যুৎ ঠিক আছে? এই দামে কখনো রমজানে জিনিসপত্র কিনতে পেরেছেন? পারেন নি। কিন্তু, এই কী হবে, কী হবে- এই চিন্তায় আপনি অস্থির হয়ে আছেন। কোন কোন আইডি থেকে এইসব ছড়ানো হয় তা জানেন। সেই আইডিগুলো ব্লক করুন। মনে শান্তি আসবে।

তিনি আরও লেখেন, আওয়ামী লীগ জীবনে ফিরবে না, জীবনে আর ভারতীয় আধিপত্যবাদ ফিরবে না। আমরা অনেক ম্যাচিউর রাজনীতি করতে পারি। আপনাদের আশংকার কোনো কারণ নাই।

পিনাকী লেখেন, নতুন বাংলাদেশের এগিয়ে যাওয়া উপভোগ করুন, অংশ নিন। পতিত ফ্যাসিস্টের দুঃস্বপ্নের অংশীদার হইয়েন না।  ইনকিলাব জিন্দাবাদ!

আরবি/এসবি

Link copied!