বুধবার, ২৬ মার্চ, ২০২৫

তামিমের সুস্থতা চেয়ে শাকিবের স্ট্যাটাস

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫, ০২:১৬ পিএম

তামিমের  সুস্থতা চেয়ে শাকিবের স্ট্যাটাস

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল হার্ট অ্যাটাক করেছেন। তার শারীরিক সুস্থতা কামনা করছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।

সোমবার (২৪ মার্চ) নিজের ভেরিফাইড ফেসবুকে এক স্ট্যাটাসে তার সুস্থতা কামনা করেন তিনি।

স্ট্যাটাসে শাকিব খান লিখেছেন,  বাংলাদেশ ক্রিকেটের গর্ব তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করছি। প্রার্থনা করি, আল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুন।

এর আগে, তামিমের দল মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা তারিকুল ইসলাম জানিয়েছেন, প্রথমে তামিমকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনার চেষ্টা করা হয়েছিল। কিন্তু হেলিকপ্টারে উঠানোর মতো অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে বিসিবির চিকিৎসা বিভাগের প্রধান দেবাশিষ চৌধুরী জানান, তামিমের হার্ট অ্যাটাক হয়েছিল। বর্তমানে কার্ডিয়াক বিভাগে চিকিৎসাধীন।

ম্যাচ রেফারি দেবব্রত পাল জানিয়েছেন, তামিমের এনজিওগ্রাম করানো হয়েছে। হার্টে দুটি ব্লক পাওয়া গেছে। একটিতে রিং পরানো হয়েছে। তবে অবস্থা কিছুটা উন্নতির দিকে থাকলেও এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নন।

জানা গেছে, এদিন বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম। অধিনায়ক হিসেবে টসেও অংশ নেন। এরপর হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তামিমকে বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পরে সেখানেই চিকিৎসাধীন তিনি।

এদিকে তামিমের অসুস্থতার খবরে বিসিবির ১৯তম বোর্ডসভা স্থগিত করা হয়েছে, যা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সোমবার (২৪ মার্চ) দুপুরে। পরে তামিমকে দেখতে হাসপাতালে গিয়ে বিসিবি পরিচালক ও কর্মকর্তারা দেশবাসীর কাছে তামিমের জন্য দোয়া চেয়েছেন।

 

আরবি/এসবি

Link copied!