উল্টো পথে আসায় গাড়ি আটক করেন হাইওয়ে পুলিশের এক কর্মকর্তা। তবে প্রাইভেটকার চালকের দাবি, তিনি গাড়িতে গ্যাস নেওয়ার জন্য ইউটার্ন নিচ্ছিলেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
যেখানে দেখা যাচ্ছে, বাক-বিতন্ডার এক পর্যায়ে ওই চালকের গায়ে হাত তোলেন পুলিশ কর্মকর্তা। এমনকি তাকে একাধিকবার ধাক্কাও দেন।
ঘটনাটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার বলে জানা গেছে। এবং ওই পুলিশ কর্তকর্তার নাম মেহেদি।
ছড়িয়ে পড়া ভিডিওর শুরুতেই তাদের কথোপকথনে শোনা যায়। যেখানে পুলিশ কর্মকর্তা প্রাইভেটকার চালককে ধাক্কা দিয়ে বলছেন, কাগজ বের কর। প্রতুত্তরে চালক বলছেন, ওই আপনি গায়ে হাত দেন কেন? এরপর আবারও চালককে ধাক্কা দেন তিনি।
গাড়িচালক বলেন, আমি উল্টা আসছি ইউটার্ন নেওয়ার জন্য। উনারে (আরেক পুলিশ সদস্য) আমি রিকোয়েস্ট করলাম যে, মাফ চাচ্ছি আমি এইখানে ঘুরাইছি গাড়িটা। আমার অপরাধ কী? জবাবে পুলিশ কর্মকর্তা বলেন, উল্টা এসেছেন। পাশ থেকে আরেকজনকে বলতে শোনা যায়, ভাই ছাইড়া দেন না, বিপদে পড়ছে উনি।
তবে কথোপকথনে ওই পুলিশ কর্মকর্তাকে বারবার গাড়ির কাগজ বের করার জন্য বলতে শোনা যায়। কিন্তু ওই চালক কাগজ বের করার কথায় কর্ণপাত করেননি। বিষয়টি এড়িয়ে যাওয়া চেষ্টা করেন তিনি।
আপনার মতামত লিখুন :