যুদ্ধবিরতির অগ্রাহ্য করে গাজায় ফের বর্বর আক্রমণ চালাচ্ছে মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া ইসরায়েল। এ পর্যন্ত গাজায় ৬০ হাজারের অধিক মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই শতাধিক সংবাদকর্মীকে হত্যা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। গতকাল সোমবার আরও দুই সাংবাদিককে হত্যা করা হয়।
তাদের একজন হোসাম শাবাত। তার বয়স ২৩ বছর। তিনি আল-জাজিরা মুবাশ্বেরে কর্মরত ছিলেন। এর আগেও একবার আহত হয়েছিলেন। তবু গাজা ছেড়ে যেতে রাজি হননি। যেকোন সময় নিহত হতে পারেন জেনে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছিলেন।
তিনি লিখেছেন, গত ১৮ মাস ধরে আমি আমার প্রতিটি মুহূর্ত আমার জনগণের জন্য ব্যয় করেছি। উত্তর গাজার বিভৎসতা আমি ডকুমেন্টেড করেছি যেন বিশ্ব জানতে পারে যা হায়েনারা লুকাতে চায়। আমি ফুটপাতে, স্কুলে, তাবুতে- যেখানে পেরেছি রাত কাটিয়েছি। প্রতিটি দিনই ছিল টিকে থাকার সংগ্রাম। মাসের পর মাস ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছি। তবু আমি আমার জনগণের কাছ থেকে সরে যাইনি।
আল্লাহর কসম, আমি সাংবাদিক হিসেবে আমার দায়িত্ব পালন করেছি। সত্য প্রকাশ করার স্বার্থে আমি সবরকমের ঝুঁকি নিয়েছি। এখন অবশেষে আমি বিশ্রামে যাচ্ছি- বিশ্রাম... যার সঙ্গে গত ১৮ মাস আমার পরিচয় নেই! আমি এসব করেছি, কারণ আমি ফিলিস্তিনে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি এই ভূমি আমাদের। এই ভূমিকে রক্ষা করা এবং মানুষের সেবা করার জন্য জীবন দেওয়া আমার কাছে সর্বোচ্চ সম্মানের।
আমি এখন আপনাদের বলি- গাজা নিয়ে কথা বলা বন্ধ করবেন না। বিশ্বের দৃষ্টি অন্যদিকে ফেরাতে দিবেন না। যুদ্ধ অব্যাহত রাখুন। আমাদের কথা বলতে থাকুন- যতক্ষণ না ফিলিস্তিন স্বাধীন হয়।
হোসাম শাবাতের এই শেষ কথাগুলো সংযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সমবেদনা জানাচ্ছেন। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিস বিভাগের চেয়ারম্যান রোকনুজ্জামান রোমান তার ফেসবুকে লেখেন, ‘একই কালেমা, একই বিশ্বাস- তবু আমাদের তুলনায় সেখানে বিশ্বাসের কী তুলনাহীন তৃপ্তি! আমরাও মারা যাই; অথচ মৃত্যুর মধ্য দিয়ে তাদের বিশ্বাসের বিষয়গুলো সেখানে কত জীবন্ত হয়ে ওঠে!’
হোসামের শেষ কথাগুলো নিজের ফেসবুকে শেয়ার করেছন ভারতের আলোচিত সাংবাদিক অর্ক দেব।
আপনার মতামত লিখুন :