ঢাকা শনিবার, ২৯ মার্চ, ২০২৫

নিজের ব্যাগ নিজেই সামলাচ্ছেন ৫ মন্ত্রণালয় সামলানো উপদেষ্টা

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৬, ২০২৫, ০৭:১২ পিএম
ছবি: সংগৃহীত

চীনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী চায়না সাউদার্ন এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট বুধবার (২৬ মার্চ) বাংলাদেশ সময় ৪টা ১৫ মিনিটে হাইনানের কিউনহায় বাও আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ তথ্য নিশ্চিত করেছেন, প্রেস সচিব শফিকুল আলম।

এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসের সফর সঙ্গী বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফৌজুল কবির খানকে নিজের হ্যান্ডব্যাগ কাধে বহন করতে দেখা যায়। এমন একটি ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তে তা জনসাধারণের মাঝে বেশ প্রশংসিত হয়।

এ বিষয়ে সাংবাদিক মনিরুল ইসলাম তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করে লেখেন, ‘প্রধান উপদেষ্টার সাথে চীন সফরে যাওয়া এই উপদেষ্টার নাম ফাওজুল কবির খান (লালবৃত্তে)। সরকারের সবচেয়ে বেশি বাজেটের ৫টা মন্ত্রণালয় তার অধীনে। সড়ক পরিবহন, সেতু বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ ও রেল। আগে এসব জায়গার মন্ত্রীদের লাইফস্টাইল সবার মুখস্থ। তবে এই লোকটার অবস্থা দেখে আমার বেশ ভাল লাগছে। পুরাতন একটা জামা পুরাতন গ্যাবাডিং প্যান্ট আর কেডসটার বয়স দেখেই বোঝা যাচ্ছে যে বাম পায়ের জুতার ছৌল একপাশে ঢেবে আছে। নিজের হ্যান্ড ব্যাগ কাধেই ক্যারি করছেন সরকারের ৫টা বিভাগের প্রধান।’

তিনি আরও লেখেন, আরেকজনের কথাও বলা উচিত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টাকে এই একটা ব্লেজার পরে কতোগুলো ইন্টারভিউতে যে দেখছি, তা অসংখ্য। আমার কাছে এমন সাধারণ জীবন যাপন বড্ড আনন্দের। সড়ক পরিবহন মন্ত্রী একজন ছিলেন যার ঘড়ির দাম ছিল ২৮ লাখ, ১২ লাখ, নয় লাখ । তা নিয়ে খবরও  বের হয়েছিল। কমেন্টে আছে দেখতে পারেন।