রবিবার, ৩০ মার্চ, ২০২৫

এবার সাজ্জাদের নানির ভিডিও বার্তায় ‘প্রকাশ্যে মারার’ হুমকি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫, ০৯:২৯ পিএম

এবার সাজ্জাদের নানির ভিডিও বার্তায় ‘প্রকাশ্যে মারার’ হুমকি

ছবি: সংগৃহীত

স্ত্রীর পর এবার কথিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেনের নানি রেহেনা বেগম তার নাতির বিরোধিতাকারীদের হত্যার হুমকি দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, তিনি বলেন, “যত মারছে বলবে, তত মারব। আগে গোপনে মারতাম, এখন ওপেন মারব।”

এছাড়া, সাজ্জাদকে এনে দিতে না পারলে সাংবাদিকদের ফাঁসির হুমকিও দেন তিনি।

বুধবার (২৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় রেহেনা বেগমকে বলতে শোনা যায়, ‘বুড়ি কে, আমার নাম রেহেনা। ওসি কে, কেন সাজ্জাদকে গ্রেপ্তার করেছে? হাতকড়া পরিয়েছে। কারা তার ফাঁসি চায়?’

পুলিশের তথ্য অনুযায়ী, সাজ্জাদের মা-বাবার ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর তিনি নানির কাছে বড় হন। চতুর্থ শ্রেণি পর্যন্ত একটি মাদ্রাসায় পড়ার পর তিনি মুরগির দোকানে কাজ করতেন। এরপর তিনি কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদ আলীর দলে যোগ দেন।

গত ৩০ জানুয়ারি চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার হাসিব আজিজ সাজ্জাদকে ধরতে পুরস্কার ঘোষণা করেন। এর আগের দিন ফেসবুক লাইভে নগরের বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফুর রহমানকে পেটানোর হুমকি দিয়েছিলেন সাজ্জাদ।

সাজ্জাদ বর্তমানে খুনের মামলায় চট্টগ্রামের চান্দগাঁও থানা-পুলিশের রিমান্ডে রয়েছেন। ১৫ মার্চ ঢাকার একটি শপিংমল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেখানে কেনাকাটা করতে যাওয়া নারী উদ্যোক্তা রুমা আক্তার ও তার স্বামী পুরস্কার ঘোষিত এই সন্ত্রাসীকে চিনে ফেলেন এবং আশপাশের লোকজনকে জড়ো করে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে তেজগাঁও থানায় নিয়ে যায়। চট্টগ্রামের দুটি খুনের মামলায় তাকে রিমান্ডে আনা হয়।

এ বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানিয়েছেন, সাজ্জাদের নানির ভিডিওটি খতিয়ে দেখা হচ্ছে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আরবি/একে

Link copied!