সন্তানের কাছে তার বাবা সুপারস্টার কিংবা সেলিব্রিটি না। বাবা-ছেলে এই এক অন্যরকম বন্ধন। যাকে আত্মার বন্ধন বলে জানিয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস।
শনিবার (২৯ মার্চ) নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।
স্ট্যাটাসে অপু লিখেন, সন্তানের কাছে তার বাবা সুপারস্টার কিংবা সেলিব্রিটি না। বাবা-ছেলে এই এক অন্যরকম বন্ধন। যাকে বলে আত্মার বন্ধন । শুধু দোয়া আর ভালোবাসায় ভরিয়ে দিন।
তিনি লিখেন, বাবা-ছেলে খুনসুটিতে মেতে ছিল জন্মদিনের সারাটা দিন।
এর আগে, শুক্রবার (২৮ মার্চ) শাকিবের জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেন, ‘শুভ জন্মদিন জীবন্ত মেগাস্টার শাকিব খান।’ হ্যাসট্যাগ দিয়ে লিখেছেন, আমার শাহরুখ খান।
আপনার মতামত লিখুন :