বুধবার, ০২ এপ্রিল, ২০২৫

‘লুঙ্গি’ নিয়ে সিয়ামের স্ট্যাটাস

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৫, ০৩:৪৬ পিএম

‘লুঙ্গি’ নিয়ে সিয়ামের স্ট্যাটাস

ছবি: সংগৃহীত

এবার লুঙ্গি হোক আমাদের স্টাইল স্টেটমেন্ট, লুঙ্গি হোক প্রতিবাদের ভাষা বলে জানিয়েছেন অভিনেতা সিয়াম আহমেদ।

সোমবার (৩১ মার্চ) নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন তিনি।

স্ট্যাটাসে সিয়াম আহমেদ লেখেন,  লুঙ্গি পরে ফাইভস্টারে ঢোকা যাবে না। লুঙ্গি পরে মাল্টিপ্লেক্সে ঢোকা যাবে না। লুঙ্গি নিয়ে এখানে যাওয়া যাবে না, ওখানে যাওয়া যাবে না। এটা করা যাবে না, ওটা করা যাবে না। লুঙ্গি নিয়ে কেন এত নাক সিঁটকানো?


তিনি লিখেন, এবার লুঙ্গি হোক আমাদের স্টাইল স্টেটমেন্ট, লুঙ্গি হোক প্রতিবাদের ভাষা। লুঙ্গি পরে জংলি দেখুন সিনেমাহলে। ছবি তুলুন, পোস্ট করুন হ্যাশট্যাগ দিয়ে, #লুঙ্গিপড়েজংলি(LungiPoreJongli)


 
অভিনেতা আরও লেখেন, আমাদের দেশীয় পোশাক ‍‍`লুঙ্গি‍‍` আবার ফিরে আসুক সগৌরবে। টিম জংলির তরফ থেকে এতটুকু চেষ্টা তো আমরা করতেই পারি।

আরবি/এসবি

Link copied!