পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ৬ সিনেমা। ঈদের দিন থেকে হাউজফুল যাচ্ছে শাকিব খানের ‘বরবাদ’ ও নিশোর ‘দাগি’সিনেমা। সাধারণ দর্শকদের পাশাপাশি শোবিজে অঙ্গনের অনেক তারকাই ছুটছেন ঈদের আলোচিত সিনেমা দেখতে। দর্শকদের ভিড়ে জমে উঠেছে হল, মিলছে না কাঙ্খিত টিকিট। এবার টিকিট না পাওয়ার তালিকায় যুক্ত হলেন গায়ক ইমরান মাহমুদুল।
বুধবার (২ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ জানান তিনি।
স্ট্যাটাসে গায়ক ইমরান লিখেন, কাতার থেকে একটু আগে দেশে আসলাম এসেই আমার ড্রাইভারকে এসকেএস টাওয়ারে পাঠালাম বরবাদ সিনেমার টিকিট কাটার জন্য।শো হাউসফুল ।শুধু তাই না আগামীকালের জন্য বললাম সেখানেও টিকেট নাই । তারপর জংলি সিনেমা দেখবো বলে বললাম জংলির টিকিট আছে কিনা , ড্রাইভার বললো জংলিও আজকে নাই, কালকেও নাই ।আগামী পরশু টিকিট পাওয়া যাবে। তারপর খোঁজ নিতে বললাম “জীন ৩ “কিন্তু আনফরচুনেটলি জিন ৩ এসকেএস টাওয়ারে নেই আছে বসুন্ধরা ষ্টার সিনেপ্লেক্সে ।
তিনি লিখেন, একটু মন খারাপ হলো কিন্তু ভালো লাগার বিষয় এটা বাংলা সিনেমা মানুষ দেখছে এবং এভাবে দেখছে এটাই খুশির সংবাদ। বাংলা সিনেমা জয় হোক।
আপনার মতামত লিখুন :