ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫

সুন্দর একটা সংসার গুছাবো, মাহির স্ট্যাটাস

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৫, ১১:৫০ এএম
ছবি: সংগৃহীত

খুব সুন্দর একটা সংসার গুছাবো আমরা। সিনেমার নায়ক নায়িকাদের মতো ভালোবাসা না থাকুক প্রচন্ড মায়া যেনো থাকে সেখানে বলে জানিয়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী মাহিয়া মাহি।

শুক্রবার ( ৪ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন তিনি।

স্ট্যাটাসে মাহি লিখেন, খুব সুন্দর একটা সংসার গুছাবো ঠিকাছে...কখনো লবণ কম, কখনো বেশি, কখনো ভাত গলে গিয়ে যাউ হতে হতে একদিন খুব মজার রান্না করতে শিখে যাবো তোমার জন্য। কফি খেতে খেতে কিংবা গাড়িতে কোনো লং জার্নিতে আমরা অন্য সব বোরিং কাপল গুলোর মতো ফেসবুক স্ক্রলিং করবোনা, বরং আমরা তুমুল গল্প করবো, হাসবো, হাসাবো।

তিনি লিখেন,  খুব সুন্দর একটা সংসার গুছাবো আমরা।  সিনেমার নায়ক নায়িকাদের মতো ভালোবাসা না থাকুক প্রচন্ড মায়া যেনো থাকে সেখানে | যে মায়াতে আমার ভেজা চোখ তোমার ভেতরটা দুমড়ে মুচড়ে দিবে,,,যে মায়া আমাদের মৃত্যু অব্দি একসাথে রাখবে।