রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫

ইউটিউবারদের জন্য সুখবর

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৫, ০৮:১৯ পিএম

ইউটিউবারদের জন্য সুখবর

ছবি: সংগৃহীত

ইউটিউবে যারা ছোট আকারের ভিডিও তৈরি করছেন তাদের জন্য সুখবর। সর্বোচ্চ তিন মিনিটের ভিডিও তৈরির সুযোগ থাকায়‘শর্টস’ ভিডিও তৈরি করে আয়ও করছেন অনেকে। তাই শর্টস ভিডিও নির্মাতাদের সহজে ভিডিও সম্পাদনার সুযোগ দিতে নতুন পাঁচটি টুল যুক্ত করতে যাচ্ছে ইউটিউব।

এক ব্লগ বার্তায় ইউটিউব জানিয়েছে, ইউটিউবের শর্টস এডিটরে বড় ধরনের পরিবর্তন আসছে। নতুন এ উদ্যোগের আওতায় বিল্ট-ইন ভিডিও এডিটরের মাধ্যমে সহজেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দৃশ্যের ধরন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে গান, সুর ও বার্তা যুক্ত করা যাবে।

ফলে নির্মাতারা দ্রুত গানের তালে তাল মিলিয়ে শর্টস ভিডিও তৈরি করতে পারবেন। এছাড়া শর্টস ভিডিওর টেমপ্লেটে ছবি, ভিজ্যুয়াল ইফেক্ট যুক্তের পাশাপাশি ফোনের গ্যালারি থেকে ছবি সংগ্রহ করে বা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে কাস্টম স্টিকার তৈরি করা যাবে।

নতুন টুলগুলো চালু হলে নির্মাতারা কারও সাহায্য ছাড়াই দ্রুত ভালো মানের মিউজিক ভিডিওর শর্টস তৈরি করতে পারবেন। তবে টুলগুলো কবে নাগাদ চালু করা হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট দিনক্ষণ জানায়নি ইউটিউব। ধারণা করা হচ্ছে, শিগগিরই পর্যায়ক্রমে টুলগুলো উন্মুক্ত করা হবে।

আরবি/এসএমএ

Link copied!