ঢাকা সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫

‘মধু খাচ্ছো খাও, আমার ভাইয়েরা জীবন দিয়েছে ফাও’

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৫, ০৩:২১ পিএম
ছবি: সংগৃহীত

জুলাই যোদ্ধা হৃদয়ের মৃত্যুতে রীতিমতো ক্ষোভ প্রকাশ করে ‘মধু খাচ্ছো খাও, আমার ভাইয়েরা জীবন দিয়েছে ফাও’ বলে মন্তব্য করেছেন জুলাই অভ্যুত্থানের সাবেক সমন্বয়ক এবি জুবায়ের।

শনিবার (৫ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন  তিনি।

স্ট্যাটাসে এবি জুবায়ের লিখেন, টাকা নেই তাই উন্নত চিকিৎসা হয়নি; মাথায় গুলি নিয়েই ইন্তেকাল করেছে জুলাই যোদ্ধা হৃদয়! ১৮ জুলাই যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে আহত হয় হৃদয়। মাথায় তিনটা গুলি লাগে। ঢামেকে ভর্তি হইছিল। রিকশাচালক বাপ উপার্জনের একমাত্র সম্বল রিকশাটা আর একটা গরু বিক্রি কইরা চিকিৎসা করানোর চেষ্টা করেছিলেন। ডাক্তার দুইটা গুলি বের করতে পেরেছে, একটা পারে নাই। বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে পারলে হয়তো বেঁচে যেত হৃদয়।

তিনি লিখেন, বাপের আফসোস, টাকার অভাবে ছেলেটাকে বাঁচাতে পারে নাই। দেশের জন্য গুলি খাইল ছেলে; দেশ মুক্তও হইল, কিন্তু ছেলের খোঁজ কেউ আর নিল না! লজ্জায় লিটারেলি মাথা কাটা যাচ্ছে। মন চাচ্ছে মাটি ফাঁকা হয়ে যাক, আর আমি ভেতরে ঢুকে যাই।

এই সাবেক সমন্বয়ক লিখেন, যেই মানুষগুলোর রক্তের ওপর দিয়ে সব হলো তারাই আজ চিকিৎসার অভাবে মারা যাচ্ছে! তাও টাকা নাই বলে! দেখার কেউ নাই। সবাই নিজ নিজ আখের গোছাতে ব্যস্ত; রাজনীতি গোছাতে ব্যস্ত!

তিনি রীতিমতো ক্ষোভ প্রকাশ করে  লিখেন, ‘মধু খাচ্ছো খাও; আমার ভাইয়েরা জীবন দিয়েছে ফাও!’