সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫

মানুষের হৃদয়ের ওপর থেকে পর্দা সরুক: জয়া আহসান

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ০২:০৪ পিএম

মানুষের হৃদয়ের ওপর থেকে পর্দা সরুক:  জয়া আহসান

ছবি: সংগৃহীত

মানুষের হৃদয়ের ওপর থেকে পর্দা সরুক। ফিলিস্তিনিরা মানুষের মতো বাঁচার সুযোগ পাক বলে জানিয়েছেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান।

রোববার (৬ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন তিনি।

স্ট্যাটাসে জয়া আহসান লিখেন, দক্ষিণ গাজায় ইসরায়েলি সেনারা ১৫ জন জরুরি চিকিৎসাকর্মীকে হত্যা করেছে। গাজায় যে নিষ্ঠুর আর হৃদয়হীন গণহত্যা ইসরায়েল চালিয়ে আসছে, এটা তারই অংশ। পৃথিবীকে তারা ফিলিস্তিনিশূন্য করার নিয়ত নিয়ে নেমেছে।

তিনি লিখেন, বিশ্ববাসীর প্রতিবাদে ইসরায়েল ভ্রূক্ষেপ করবে না, সেটা জানি। কিন্তু বাকি বিশ্ব? বিশ্বের বড় বড় নেতারা? এভাবে বেশুমার শিশুহত্যা, নারীহত্যা, গণহত্যা সবার চোখের সামনে চলতে থাকবে?

অভিনেত্রী আরও লিখেন, মানুষের হৃদয়ের ওপর থেকে পর্দা সরুক। ফিলিস্তিনিরা মানুষের মতো বাঁচার সুযোগ পাক।

আরবি/এসএস

Link copied!