সেই ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের সামরিক বাহিনী ফিলিস্তিনজুড়ে একের পর এক হামলা চালিয়েই যাচ্ছে। আর এই হামলার ফলে প্রতিদিন গড়ে শতাধিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটছে। এ ঘটনার প্রতিবাদে দেশ-বিদেশে চলছে নানা আলোচনা র্যালি আন্দোলনসহ বিভিন্ন প্রতিবাদমূখর সভা সমাবেশ।
এ ঘটনায় বাংলাদেশেও হয়েছে নানা সময়ে নানান প্রতিবাদ মিছিল মিটিং ও বেশ কিছু সাংস্কৃতিক আয়োজন। ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশে অনেক বিক্ষোভ হয়েছে, তারপরও ১২ তারিখের বিক্ষোভ কেন? এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন প্রশ্ন তুলেছে শায়খ আহমাদুল্লাহ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) শায়খ আহমাদুল্লাহ নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করে দাবি করেন, ফিলিস্তিন ইস্যুতে সারা পৃথিবী জুড়েই লক্ষ লক্ষ মানুষ একযোগে এক সঙ্গে রাস্তায় নেমে এসেছে। কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত চোখে পড়ার মতো লাখো মানুষের সম্মিলিত কোনো বিক্ষোভ হয়নি। অথচ বৈশ্বিক পরিমণ্ডলে এরকম একটি বিক্ষোভের মূল্য অনেক। এতে বিশ্ববাসীর কাছে এই বার্তা পৌঁছাবে যে, এদেশের সর্বস্তরের মানুষ গণহত্যাকে ঘৃণা করে। তারা মজলুম মানবতার পক্ষে। সে জন্যই মূলত এই বিক্ষোভের আয়োজন।
তিনি পোস্টে লেখেন, বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এই প্রথম এমন একটি বিক্ষোভ-সমাবেশ হতে যাচ্ছে, যেখানে সব রাজনৈতিক-অরাজনৈতিক দলমতের মানুষের সম্মিলিত স্রোত আগামী ১২ এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানের মোহনায় মিলিত হবে ইনশাআল্লাহ। যেখানে অংশ নিচ্ছে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, হেফাজতে ইসলাম, জাতীয় দলের ক্রিকেটার, অভিনেতা, তাবলীগ জামাত, আহলে হাদীস, হাইয়াতুল উলইয়া, বেফাকুল মাদারিস, দারুন্নাজাত মাদরাসা, খেলাফত মজলিশ, খেলাফত আন্দোলনের মতো রাজনৈতিক-অরাজনৈতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব।
তিনি এই পোস্টে আরো লেখেন, যেমন: বায়তুল মোকাররমের খতীব মাওলানা আব্দুল মালেক, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, শায়খ মিজানুর রহমান আজহারী, মাহমুদুল হাসান সোহাগ, আয়মান সাদিক, আরজে কিবরিয়া, লতিফুল ইসলাম শিবলীসহ বিভিন্ন সেক্টরের সেলিব্রেটিগণ।
পোস্টের শেষে একটির আহ্বান জানিয়ে তিনি লেখেন , মানবতার জন্য এদিন আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে। কাছের মানুষকে আসতে উদ্বুদ্ধ করুন। সম্ভব হলে সন্তানকেও সঙ্গে আনুন। তারাও জানুক পবিত্র ভূমির মানুষের মর্মন্তুদ দুঃখগাথা। পাশাপাশি বিপুল জমায়েতের সুযোগে কোনো অসাধু চক্র যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়েও সর্বোচ্চ সতর্ক থাকুন।