সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের সঙ্গে আড্ডায় মাতলেন সাকিব

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৫, ০৮:৩৩ পিএম

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের সঙ্গে আড্ডায় মাতলেন সাকিব

যুক্তরাষ্ট্রের নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে আড্ডা দিচ্ছেন ক্রিকেটার সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে বিতর্ক যেন কাটছে না।

এবার নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে আড্ডা দিতে দেখা গেছে তাকে।

শুধু আড্ডাই নয় করেছেন ফটোসেশনও।

ওই ফটোসেশনের বেশ কিছু ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল।

 

অনেকেই ছবিগুলো শেয়ার দিয়ে নানা নৈতিবাচক মন্তব্য করছেন।

ছবিগুলোতে দেখা যায়, সাকিবকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন যুক্তরাষ্ট্র শাখা ছাত্রলীগের নেতারা।

তাদের সঙ্গে এক টেবিলে বসে খাওয়া দাওয়া করছেন।

এগুলো আবার শেয়ারও করেছেন।

ওই ছবিগুলো প্রথমে ফেসবুকে পোস্ট করেন দেশটির শাখা ছাত্রলীগের নেতা স্বপ্নীল খান।

তিনি ছবিগুলো পোস্ট দিয়ে লিখেছেন, ‘আজ যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাথে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব ভাই!’

স্বপ্নীল তার আইডি থেকে বিভিন্ন সময় অন্তবর্তী সরকার, বিএনপি-জামায়েতকে নিয়ে নানান গুজব ও ভুয়া ভিডিও শেয়ার করতে দেখা গেছে।

আরবি/ফিজ

Link copied!