নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাদের সাথে ক্রিকেটার সাকিব আল হাসানের আড্ডার কিছু ছবি ভাইরাল হয়েছে।
সাকিব বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানেই দেশটির শাখা ছাত্রলীগের নেতাদের সঙ্গে ওই ছবিগুলো তুলেছেন।
ছবিগুলো শাখা ছাত্রলীগের নেতা স্বপ্নীল খান তার ফেসবুক আইডিতে পোস্ট করেন।
পরে ছবিগুলো এখন নেট দুনিয়ায় ভাইরাল।
অনেকেই ছবিগুলো শেয়ার দিয়ে নানা নৈতিবাচক মন্তব্য করছেন।
ছবিগুলোর মধ্যে একটিতে দেখা যায়, ছাত্রলীগ নেতাদের সাথে সাকিব এক টেবিলে বসে খাওয়া দাওয়া করছেন।
টেবিলে রাখা আছে কোকাকোলার ক্যান। সেটি ইসরায়েলি পণ্য হিসেবে পরিচিত।
চলমান ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে বিশ্বব্যাপী মুসলিমদের ক্ষোভ বিরাজ করছে। বাংলাদেশেও প্রতিদিন বিক্ষোভ হচ্ছে।
অনেকে ইসরায়েলি পণ্য হিসেবে পরিচিত কোকাকোলাসহ বেশকিছু পণ্য বয়কটের ঘোষণাও দিয়েছে।
এমন সময় সাকিব ও ছাত্রলীগ নেতাদের আড্ডায় সেই পণ্য দেখা গেল।
আপনার মতামত লিখুন :