গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে সবাইকে আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। আগামী শনিবার (১২ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই কর্মসূচিতে সশরীরে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার (১১ এপ্রিল) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে মাওলানা আজহারি দেশের সব খতিবদের প্রতি অনুরোধ জানিয়েছেন, তারা যেন জুমার খুতবায় মুসল্লিদের এ কর্মসূচিতে যোগ দিতে উৎসাহিত করেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘সম্মানিত খতিব সাহেবদের নিকট বিনীত অনুরোধ আজকের জুমার খুতবায় ‘মার্চ ফর গাজা’য় অংশগ্রহণের বিষয়ে মুসল্লিদের উদ্বুদ্ধ করুন।’
এই আহ্বানের মাধ্যমে তিনি দেশের সব মসজিদের খতিব, ইমাম ও ধর্মপ্রাণ মুসল্লিদের গাজার নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দেন।
উল্লেখ্য, বিশ্বজুড়ে আজকের দিনটি ‘মার্চ ফর গাজা’ হিসেবে পালিত হচ্ছে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য, ফিলিস্তিনে চলমান মানবাধিকার লঙ্ঘন ও সহিংসতার বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ ও জনসচেতনতা সৃষ্টি করা।
মাওলানা আজহারী বিভিন্ন সময়েই আন্তর্জাতিক ইস্যুতে মুসলমানদের ন্যায্য দাবির পক্ষে সোচ্চার থেকেছেন। গাজা সংকট নিয়েও তিনি একাধিকবার বক্তব্য রেখেছেন এবং মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :