স্বাস্থ্য পরীক্ষার সকল প্রক্রিয়া শেষ করে আগামী সোমবার (১৪ এপ্রিল) দেশে ফিরছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তাঁর স্ত্রী রাহাত আরা বেগম। শুক্রবার (১১ এপ্রিল) নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, ‘আমাদের দুজনেরই সবগুলো রিপোর্টের ফলাফল ভালো এসেছে। উনি (রাহাত আরা বেগম) সুস্থ ও ভালো আছেন। ইনশাআল্লাহ, ১৪ এপ্রিল বিকালে আমরা দুজনই দেশে ফিরব।’
এর আগে গত ৬ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য দম্পতি সিঙ্গাপুরে যান।
গত ১০ এপ্রিল, জীবনসঙ্গীনিকে নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন স্ট্যাটাস দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্ট্যাটাসে তিনি স্ত্রী রাহাত আরা বেগমের রোগ শনাক্ত হওয়ার সময়কার মানসিক চাপ, অস্ত্রোপচারের সময় কারাবন্দি থাকার অভিজ্ঞতা এবং পরিবারের সহানুভূতির কথা তুলে ধরেন।
ফেসবুক পোস্টে মির্জা ফখরুল লেখেন, ২০২২ সালের ডিসেম্বরে যখন আমার স্ত্রীর রোগ ধরা পড়ে, তখন আমার ওপর যেন পৃথিবী ভেঙে পড়ে। সে আমাদের পরিবারের কেন্দ্রবিন্দু। আমি যত দ্রুত সম্ভব তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিই। কিন্তু অস্ত্রোপচারের আগের দিন, ভোর ৩টায় পুলিশ আমাকে বাসা থেকে তুলে নিয়ে যায়।
তিনি আরও জানান, আমার স্ত্রীর অস্ত্রোপচারের সময় আমি কারাগারে ছিলাম। পাশে ছিলেন কেবল আমাদের মেয়ে ও ডা. জাহিদ। দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং আত্মীয়রা ফোনে খোঁজখবর নিচ্ছিলেন।
স্ত্রীর সাহসিকতার প্রশংসা করে বিএনপি মহাসচিব লেখেন, তিনি শুধু কঠিন চিকিৎসাই মোকাবিলা করেননি, গত প্রায় ৫০ বছর ধরে আমাদের পারিবারিক জীবনের নানা চ্যালেঞ্জও ধৈর্য সহকারে মোকাবিলা করেছেন।
পোস্টের শেষে মির্জা ফখরুল জানান, সিঙ্গাপুরে চিকিৎসকরা রাহাত আরা বেগমের বর্তমান অবস্থা ভালো বললেও ছয় মাসের মধ্যে আবার চিকিৎসা পর্যালোচনার জন্য ফিরতে হবে।
তিনি দেশবাসীর দোয়া ও শুভকামনার জন্য আন্তরিক কৃতজ্ঞতাও জানান।
আপনার মতামত লিখুন :