মার্চ ফর গাজা সফল করতে অংশগ্রহণকারীদের সহযোগিতা করতে ঢাকাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন বিশিষ্ট ইসলামিক গবেষক ও আলোচক শায়খ আহমদুল্লাহ।
শুক্রবার (১২ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন তিনি।
স্ট্যাটাসে শায়খ আহমদুল্লাহ লিখেন, হে আল্লাহ, আগামীকালের মার্চ ফর গাজা সফল ও সার্থক করুন, নিরাপদ ও নির্বিঘ্ন করুন।
তিনি লিখেন, মার্চে অংশগ্রহণকারী সবাই সহযোগিতাপূর্ণ ও দায়িত্বশীল আচরণ করব। শান্তি-শৃঙ্খলা রক্ষার ব্যাপারে সবাই আন্তরিক ভূমিকা রাখব। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের টি-শার্ট পরিহিত অফিসিয়াল স্বেচ্ছাসেবক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করব।
শায়খ আহমদুল্লাহ আরও লিখেন, বিশেষভাবে ঢাকাবাসীর প্রতি উদাত্ত আহ্বান, প্রত্যেকে সাধ্যমতো মার্চে অংশগ্রহণকারীদের সহযোগিতা করবেন। পানি ও শুকনো খাবার বিতরণ কিংবা অন্য কোনোভাবে আপ্যায়নের মাধ্যমে অতিথিপরায়ণতার পরিচয় দেবেন।
আপনার মতামত লিখুন :