ঢাকা মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাল ফিফা

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ১২:৫৬ পিএম
ছবি: সংগৃহীত

আবহমানকাল ধরে এ অঞ্চলের মানুষের প্রাণের উৎসব বাংলা নববর্ষ। আজ সোমবার (১৪ এপ্রিল) সারা দেশে মহাসমারোহে পালিত হচ্ছে দিনটি। আর বাঙালির এই উৎসবে বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট করে ফিফা। ‘ফিফা বিশ্বকাপ’ নামের সেই পেজের পোস্টে হামজা-জামালদের ছবি সম্বলিত ক্যাপশনে লেখে, ‘আইলো আইলো আইলো রে, রঙ্গে ভরা বৈশাখ আবার আইলো রে’

শুধু বাংলাদেশিদের জন্য কাস্টম করা এই পোস্টের কমেন্টে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। একজন লিখেছেন, পঞ্জিকার পাতায় নতুন গল্প লেখার সময় এসেছে। স্বপ্ন হোক রঙিন, দিন হোক আশাব্যঞ্জক। সুস্থ, সুন্দর, আনন্দময় হোক আগত প্রতিটি মুহূর্ত। নববর্ষে রইল প্রাণঢালা শুভেচ্ছা।

আরেকজন লিখেছেন, বাংলাদেশ নিয়ে পোস্ট করলেই যেহেতু আপনাদের রিচ বাড়ে, সেহেতু আপনারা পোস্টগুলো "পাবলিক" করতে পারেন...তখন দেখবেন এর চেয়ে দ্বিগুণ বেশি রিচ+রিয়েক্ট+কমেন্ট +শেয়ার হচ্ছে... যাইহোক নববর্ষের শুভেচ্ছা।