চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন তিনি।
স্ট্যাটাসে আব্দুল হান্নান মাসউদ লিখেন,‘চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর ছাত্রদল ও যুবদল যে ন্যাক্কারজনক ও পরিকল্পিত হামলা চালিয়েছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিশেষভাবে উদ্বেগজনক বিষয় হলো এই হামলা পুলিশের উপস্থিতিতেই ঘটেছে, যা প্রশ্ন তোলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে।’
তিনি লিখেন, ‘আজকের দিন, জুলাই রক্তাক্ত হয়েছে। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো সাহসী কণ্ঠগুলোকে রক্তাক্ত করে। এ হামলা শুধু একটি আন্দোলনের উপর নয় এটি মতপ্রকাশের স্বাধীনতা, গণতন্ত্র এবং সামাজিক ন্যায়ের বিরুদ্ধে সরাসরি আঘাত।’
হান্নান মাসউদ লিখেন, ‘আমরা জোর দাবি জানাই হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের হামলার সাহস না পায়।
ইনকিলাব জিন্দাবাদ।’
আপনার মতামত লিখুন :