ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

‘এক আকাশ ভালোবাসা’ অর্জন করেছি: প্রেস সচিব

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৫, ০৪:০১ পিএম
প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পান শফিকুল আলম। এবার দায়িত্ব পালন করতে গিয়ে গত ৯ মাসে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে প্রাপ্ত অর্জন তুলে ধরেছেন তিনি।

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন তিনি।

স্ট্যাটাসে প্রেস সচিব শফিকুল আলম লিখেন, ‘গত নয় মাসে আমি কী অর্জন করেছি: এক চিমটি ঘৃণা, একমুঠো অবিশ্বাস ও এক আকাশ ভালোবাসা।