ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

উপদেষ্টা আসিফের এপিএস-প্রেস সচিবের বিরুদ্ধে অভিযোগ

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৫, ০৩:৪১ পিএম
ছবির বামে উপদেষ্টা আসিফের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন ও ডানে ব্যক্তিগত প্রেস সচিব মাহফুজ আলম।

উপদেষ্টা আসিফের সাবেক এপিএস মোয়াজ্জেম (ডানে) এবং ব্যক্তিগত প্রেস সচিব মাহফুজ (বামে) এই দু’জনের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আছে বলে জানিয়েছেন তারেক আহমেদ নামে একজন নেটিজেন।

শনিবার (১৯ এপ্রিল) নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা জানান তিনি। ওই পোস্টে যেকোনো ঘুষ, অনিয়ম, দুর্নীতির তথ্য-প্রমাণ আহ্বানের নোটিশ জারি করা হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।

স্ট্যাটাসে তারেক আহমেদ লেখেন, ‘আসিফের সাবেক এপিএস মোয়াজ্জেম (ডানে) এবং ব্যক্তিগত প্রেস সচিব মাহফুজ (বামে) এই দু’জনের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আছে। এদের বিরুদ্ধে তদন্ত করা হোক। (কেউ চাইলে ব্যক্তিগতভাবেও ঘাঁটাঘাঁটি করতে পারেন)।’

তারেক আহমেদের স্ট্যাটাসের মন্তব্যের ঘরে উপদেষ্টা আসিফ মাহমুদ লেখেন, ‘উপযুক্ত তথ্য-প্রমাণ পেলে আমাদের জন্য ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণে সুবিধা হয়। যে লিংক শেয়ার করেছেন সেই পোস্ট চোখে পড়ার পর মিনিস্ট্রি থেকে উক্ত (পোস্টকারী) ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে তথ্য-প্রমাণ বা তথ্য-প্রমাণ পাওয়া যেতে পারে এমন যেকোনো লিড চাওয়ার জন্য যোগাযোগ করেও কিছু পাওয়া যায়নি। অভ্যন্তরীণভাবে খোঁজ নিয়েও ক্রেডিবল কিছু পাইনি, যার ভিত্তিতে কোনো ব্যবস্থা নেওয়া যায়।

তিনি লেখেন, ‘এ সংক্রান্ত যেকোনো তথ্য-প্রমাণ থাকলে দিয়ে সহায়তা করবেন। মিনিস্ট্রি থেকেও যেকোনো ঘুষ, অনিয়ম, দুর্নীতির তথ্য-প্রমাণ আহ্বান করে নোটিশ জারি করা হবে, ধন্যবাদ।’