ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

সরকারি চাকরিজীবীদের অনিয়মের অভিযোগ দায়ের করতে বললেন উপদেষ্টা আসিফ

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৫, ০৩:৫৬ পিএম
উপদেষ্টা আসিফ মাহমুদ ছবি: সংগৃহীত

সরকারি কর্মকর্তাদের ঘুষ, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অভিযোগ দাখিলের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।

শনিবার (১৯ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ আহ্বান জানান তিনি।

স্ট্যাটাসে উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেন,  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ যেকোনো দপ্তর, সংস্থা বা যেকোনো পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে ঘুষ দাবি বা গ্রহণ, দুর্নীতি, অনিয়ম, কিংবা সেবা গ্রহীতাকে হয়রানির অভিযোগ থাকলে, সম্মানিত নাগরিকদের তা দাখিলের জন্য আহ্বান জানানো যাচ্ছে।

তিনি লিখেন, অভিযোগে যথাযথ তথ্য, উপাত্ত ও প্রমাণ সংযুক্ত থাকলে, তা অগ্রাধিকার ভিত্তিতে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়াও যেকোনো অভিযোগ গুরুত্বের সাথে আমলে নেওয়া হবে। অভিযোগকারীর পরিচয় ও তথ্য গোপন রাখা হবে। অভিযোগ দাখিলের ই-মেইল ঠিকানা: advisorasifofficial1@gmail.com।

উপদেষ্টা লিখেন, জনস্বার্থে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঘুষ, অনিয়ম ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে আপনার সক্রিয় অংশগ্রহণ আমাদের প্রেরণা।

এর আগে, তারেক আহমেদ নামে একজন নেটিজেন এক স্ট্যাটাসে লিখেন, আসিফের সাবেক এপিএস মোয়াজ্জেম (ডানে) এবং ব্যক্তিগত প্রেস সচিব মাহফুজ (বামে) এই দুজনের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আছে। এদের বিরুদ্ধে তদন্ত করা হোক। (কেউ চাইলে ব্যক্তিগতভাবেও ঘাটাঘাটি করতে পারেন)।

তারেক আহমেদের স্ট্যাটাসে উপদেষ্টা আসিফ মাহমুদ মন্তব্যের ঘরে লিখেন, উপযুক্ত তথ্য-প্রমাণ পেলে আমাদের জন্য ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণে সুবিধা হয়। যে লিংক শেয়ার করেছেন সেই পোস্টটি চোখে পরার পর মিনিস্ট্রি থেকে ওই (পোস্টকারী) ব্যক্তির সাথে যোগাযোগ করে তথ্য-প্রমান বা তথ্য-প্রমাণ পাওয়া যেতে পারে এমন যেকোনো লিড চাওয়ার জন্য যোগাযোগ করেও কিছু পাওয়া যায়নি। অভ্যন্তরীণভাবে খোঁজ নিয়েও ক্রেডিবল কিছু পাইনি যার ভিত্তিতে কোনো ব্যবস্থা নেওয়া যায়।

তিনি লিখেন, এ-সংক্রান্ত যেকোনো তথ্যপ্রমাণ থাকলে দিয়ে সহায়তা করবেন। মিনিস্ট্রি থেকেও যেকোনো ঘুষ, অনিয়ম, দুর্নীতির তথ্যপ্রমাণ আহ্বান করে নোটিশ জারি করা হবে, ধন্যবাদ।