আমরা ধৈর্য ধারণ করব এটা যেমন সত্য, ঠিক তেমনি কোনো অন্যায় ও জুলুম মেনে নিতে পারি না। আমাদের উদারতাকে দুর্বলতা ভাববেন না বলে জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
মঙ্গলবার (২২ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা জানান তিনি।
স্ট্যাটাসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম লিখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি, আমাদের প্রিয় রাহাবার এটিএম আজহারুল ইসলাম ভাইকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।
তিনি লিখেন, এই মাজলুম ব্যক্তিত্বের ওপর ফ্যাসিস্ট হাসিনা যে নির্মম নির্যাতন চালিয়েছে, তা ৩৬ জুলাই পরবর্তী সময়ে কোনোভাবেই চলতে পারে না। হাইকোর্ট দেখানোর রাজনীতি কি শুধু এমন মাজলুমদের জন্যই চলে?
জাহিদুল ইসলাম লিখেন, আমরা ধৈর্য ধারণ করব এটা যেমন সত্য, ঠিক তেমনি কোনো অন্যায় ও জুলুম মেনে নিতে পারি না। আমাদের উদারতাকে দুর্বলতা ভাববেন না। মাইন্ড ইট।